এম এ রাশেদ: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এবারের বিশ্বকাপের শুরুটা হয়েছিল হোঁচট খাওয়ার মধ্য দিয়ে। র্যাংকিংয়ের ছয়ে থাকা সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে গোল করেও পরে এক গোল হজম করায় ম্যাচটি ড্র করতে বাধ্য হয়েছিল নেইমারের ব্রাজিল।
ঠিক এমন এক পরিস্থিতিতে বিশ্বকাপের গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সেন্ট পিটার্সবুর্গে মুখোমুখি হবে ব্রাজিল-কোস্টারিকা। ফিফার সর্বশেষ র্যাংকিং অনুযায়ী কোস্টারিকার অবস্থান ২৩। যেখানে ব্রাজিলের র্যাংকিং বিশ্বে দ্বিতীয়।
বিশ্বকাপের ১৭তম আসর যেটি ২০০২ সালে জাপান-কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছে, ওই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেবার কাফুর নেতৃত্বে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। যেটি ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ শিরোপা। ২০০২ সালে ওই বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে নেইমারের ব্রাজিল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা অর্জন করার গৌরব লাভ করেছে।
ওই বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে সেমিফাইনালে ৭-১ গোলে বিধ্বস্ত করার পর ১৯৭৮ ও ১৯৮২‘র চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জার্মানি।
যদিও ২০০২ সালের পর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে নিজেদের ইতিহাসের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে অনেকটাই কাছাকাছি গিয়েও সেমিতে বিধস্ত হয়ে এখনো ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে বিভোর ব্রাজিল।
এদিকে ২০০২ সালের পরে (২০০৬, ২০১০ ও ২০১৪) টানা তিন বিশ্বকাপেও নিজেদের ৬ষ্ঠ শিরোপা এখনো হাতে তুলতে পারেনি ব্রাজিল। তার উপর আবার এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ড্র করে এবারের গ্রুপ পর্বের সমীকরণ অনেকটাই কঠিন করে ফেলেছে নেইমাররা।
আজকের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ গত ম্যাচে সার্বিয়ার কাছে ১-০ গোলে হারা সেই প্রতিপক্ষ কোস্টারিকার বিরুদ্ধে মাঠে নামছে, যারা আসলে তেমন শক্তিশালী প্রতিপক্ষ নয়। যার কারণে ব্রাজিল আজ অনেকটাই নির্ভার হয়েই মাঠে নামতে পারবে।
আর আজকের ম্যাচে জিতলেই পুরো তিন পয়েন্ট লাভ করবে ব্রাজিল। যেহেতু আগের ম্যাচে ড্র করার সুবাদে এক পয়েন্ট থাকায় মোট ৪ পয়েন্ট লাভ করবে ব্রাজিল। সেক্ষেত্রে আজ জিতলেই দ্বিতীয় রাউন্ডে অনেকটাই পা রাখবে ব্রাজিল।
এদিকে সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করায় সন্তুষ্ট নয় দলটি। যার কারণে এবারের শিরোপার অন্যতম ফেভারিটরা আজকের ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবতে রাজি নয়। ব্রাজিলের প্রাণভোমরা নেইমার বলেছেন, ‘আগের ম্যাচের চেয়ে ভালো খেলার চেষ্টা করবেন তারা। আমরা আজ জয়ের জন্যই খেলবো’।
এ সুপারস্টার বলেছেন, ‘আমি আশা করি প্রথম ম্যাচের চেয়ে আমরা ভালো খেলব এবং জয় পাব। আমরা ভালো খেলার চেষ্টা করব। কোস্টারিকার খেলার ফুটেজ আমরা দেখেছি। তবে নিজেদের ফুটবল খেলতে পারাটাই বেশ গুরুত্বপূর্ণ’।