শিরোনাম
◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ জুন, ২০১৮, ১০:৫১ দুপুর
আপডেট : ২১ জুন, ২০১৮, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মলেন্দু গুণের জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট : কবি নির্মলেন্দু গুণ জন্মেছেন আজ অর্থাৎ ২১ জুন। বাংলাদেশের সুখে-দুঃখে আনন্দ-বেদনায় এমন আপন কবি বিরল।

কবি নির্মলেন্দু গুণ জন্মেছেন আজ অর্থাৎ ২১জুন। বাংলাদেশের সুখে-দুঃখে আনন্দ-বেদনায় এমন আপন কবি বিরল। আপন বলতে মানুষের কবি, জনগণের কবি। আমাদের কাব্যজগৎ বিপুল। প্রতিভাবান কবিদের ভিড়ে ঠাসা। রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল, জীবনানন্দ, শামসুর রাহমান আছেন, আছে তারার মিছিল। এই বঙ্গদেশে কবিতাকে জীবিকা করে জেদের ওপর বেঁচে থাকা? আশ্চর্য-ই বটে। তিনি কিন্তু তাই করে দেখিয়েছেন। অকালপ্রয়াত আবুল হাসানকে সঙ্গে নিয়ে স্বাধীন দেশের তারুণ্যে পুঁতেছিলেন স্বপ্নের বীজ। এত বছর পর অবাক হয়ে দেখি অমিতাচারী কবি, স্নানাহার এমনকি জীবনযাপনেও যাঁর কোন স্থিরতা ছিল না। যার আসলে নানা কারণে বেঁচে না থাকার-ই কথা, তিনি আছেন, কবিতাই তাঁকে বাঁচিয়ে রেখেছে। রাজনৈতিক কারণেও মারা যেতে পারতেন। `মুজিববাদ, মুজিববাদ` বলে ফেনা তোলা কবিরা যখন অন্তরালে, তখন তিনি অন্ধকার থেকে বেরিয়ে আলোর মুখ দেখালেন। ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি’র মত সাহসী কবিতার কবি গ্রেপ্তার হলেন বটে, দমে গেলেন না।

এই দমহীন সত্য বলার কবিতা শিল্পের মাপে যাই হোক আমাদের জাতীয় জীবনে ছিল এক পশলা বৃষ্টির মত। সময় এই বীরত্বের শ্রেষ্ঠ বিচারক। তাই তাঁর কন্ঠে পদক পরিয়ে দেন তাঁর কবিতার ঘোর বিরোধিতার নেত্রী খালেদা জিয়া। কারণ ততদিনে তিনি যে দেশের কবি হয়ে উঠেছেন!

কবিতা ও জীবন দিয়ে দেশ ভালোবাসার বড় ছোট উদাহরণের চলন্ত ডিকশনারি এই কবি। শান্তি নিকেতনে অনুষ্ঠানের রেওয়াজ কোনো কিছু শেষ হলে "সাধু, সাধু" বলা। এমনি এক সভায় বসে `সাধু ,সাধু `বলতে বলতে তাঁর মনে হয়েছিল, "একি আমি তো পদ্মাপাড়ের মানুষ, আমি এতবার সাধু সাধু বলছি কোন কারণে? যেই ভাবা সেই কাজ, পরের বার জোরে জোরে বলে উঠলেন "দরবেশ, দরবেশ!"।

আমেরিকা ভ্রমণকালে লাস ভেগাসে জুয়ার আড্ডায় সব হারিয়ে ভোরবেলা ঢুকেছিলেন ম্যাকডোনাল্ডসে। কফি কিনে ফ্রি জেলি আর প্যাকেটের চিনি খাচ্ছিলেন অবিরল।কাউন্টারে কর্তব্যরত মেয়েটির চোখ এড়াল না। চোখে চোখেই রাখছিলো কবিকে। একটু পরে নিতে আসা বাঙালী যুবকটির সঙ্গে যখন বেরিয়ে যাবেন তরুণীটি প্রশ্ন করেছিলো, হোয়ের ইউ ফ্রম? আবারো তাঁর দেশপ্রেম চাঙ্গা হয়ে উঠেছিল। মনে মনে ভাবলেন এই সুযোগ। দেশকে বাঁচানোর দেশের ভাবমূর্তির ও বটে। সপাট বলে দিলেন "আই অ্যাম ফ্রম ইন্ডিয়া"। এক ঢিলে দুই পাখি। দেশ বাঁচলো, নিজেও বাঁচলেন। আটকে গেল ইন্ডিয়া। নানাভাবে আমাদের অপদস্থ করতে আগ্রহী ইন্ডিয়ানদের বিরুদ্ধে এমন মধুর প্রতিশোধ খুব একটা চোখে পড়ে না।

ভালোবেসে তাঁকে আমি `দাদা` বলে ডাকি। দু’বার সিডনিও ঘুরে গেছেন। প্রাণবন্ত আর খোলামেলা। এখন তিনি স্কুল-পাঠশালা, চিত্রশালা, শহীদমিনার নিয়ে ব্যস্ত। নিজ গ্রামে শিশুদের জন্য এসব কাজে ডুবে আছেন। এখন বলেন জনপ্রিয়তা ভালো তবে সবসময় নয়। সম্প্রতি পশ্চিমবঙ্গের গৌরকিশোর ঘোষ পুরস্কার পেয়েছিলেন। সব টাকা দিয়ে শহীদ মিনার বানিয়েছেন। টাকা তাঁর কাছে রক্তচাপের মত। বেশি হলে উচ্চচাপ আর কম হলে নিম্নচাপ। তাই টাকা পেলেই খরচ। ভালোই আছেন। তাঁর ভাষায় সমাজসেবা এক ধরনের নেশা। তিনি এখন তাতেই বুঁদ।

তাই বলে কবিতা লেখা, ছবি আঁকা, সত্য ভাষণ কোনোটাই বন্ধ নেই। এইতো সেদিন বললেন বহুকাল আগে তিনি যখন কাজী নজরুলের মত ভোটে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের নেতা মন্তব্য করেছিলো ``এর লাইগা তোগরে যুদ্ধ কইরা পাহাড় থেইক্যা নামাইয়া আনছি? তোরা ভোটে দাঁড়াস কোন সাহসে? তোরা তো জন্ম লইছস আমাগোরে ভোট দেওনের লাইগা"।

জীবনে কবিতায় ভালোবাসা ও চেতনায় এমন দেশপ্রেমী বলেই আজ তিনি দেশবরেণ্য অকুতোভয়। জন্মদিনে প্রশান্তপাড়ের শ্রদ্ধাঞ্জলি, দাদা। শতায়ু হোন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়