শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ জুন, ২০১৮, ০৯:২৪ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৮, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিক কমিটির মৌন অবস্থান, পুলিশি বাধার মুখে পণ্ড

শিমুল মাহমুদ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের আগেই মানবিক কারণে মুক্তির দাবিতে শত নাগরিক কমিটির মৌন অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধামুখে পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১২ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ নিন্দা জানান।

তিনি জানান, মানবিক কারণে ঈদের আগেই দেশনেত্রীর মুক্তির দাবিতে দেশের বিশিষ্টজনদের সংগঠন শত নাগরিক কমিটি আজ সকাল ১০টায় জাতীয় শহীদ মিনারে মৌন অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। যথাসময়ে কমিটির আহবায়ক প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কবি, সাহিত্যিক, চিকিৎসক ও আইনজীবীগণ শহীদ মিনারে উপস্থিত হলে পুলিশ বিনাউস্কানিতে কর্মসূচি প- করে দেয় এবং ড. এমাজউদ্দিন আহমেদসহ দেশের বিশিষ্ট জনদের সাথে নির্দয় আচরণ করে।

এ সময়ে বাংলাদেশে বিশিষ্ট শিক্ষাবীদ, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবীদ ও আইনজীবীসহ বিভিন্ন পেশার নাগরিগণ উপস্থিত ছিলেন- অধ্যাপক এমাজউদ্দীন আহমদ (আহ্বায়ক), প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. মাহবুব উল্লাহ, আবদুল হাই শিকদার (সদস্য সচিব), প্রফেসর জেড এম তাহমিদা বেগম, ড. তাজমেরী এস এ ইসলাম, এম এ আজিজ, এডভোকেট নজমুল হক নান্নু, ডাঃ এম এ আজিজ, ডাঃ ফরহাদ হোসেন ডোনার, ড. ওবায়দুল ইসলাম, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, সাংবাদিক আব্দুল আওয়াল ঠাকুর, কৃষিবীদ শামিমুর রহমান শামিম, ইঞ্জিনিয়ার আফজাল হোসেন সবুজ, অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রধান, চিত্রশিল্পী শহিদুল ইসলাম শহিদ, চিত্রশিল্পী ড. মফিদুল ইসলাম খান, ডাঃ আব্দুস সালাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম মিন্টু, এডভোকেট নাসিম আহমেদ, কৃষিবীদ রফিকুল ইসলাম, কৃষিবীদ একরাম, রেদাউন হোসেন, সৈয়দ আজিজুল হক তৌহিদ, মনিরুল ইসলাম পাটোয়ারী, মোঃ ওমর চন্দ্র মিস্ত্রী, এডভোকেট শাহাজাদী কহিনুর পাপড়ী, মোঃ ওয়ালীদ সিদ্দিকী তালুকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়