শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ৩০ মে, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চায় চীন

আসাদুজ্জামান সম্রাট : ‘রোহিঙ্গা ইস্যুটি একটি জটিল বিষয় এবং জাতিগত ও নৃতাত্ত্বিক সমস্যা। এ বিষয়ে চীন অবগত রয়েছে এবং চীনের একটি পর্যালোচনাও রয়েছে। চীনও চায় এ সমস্যার দ্রুত সমাধান হোক।’

এভাবেই রোহিঙ্গা ইস্যুতে নিজেদের অবস্থান পরিস্কার করেছেন বাংলাদেশ সফররত চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কসফারেন্স (সিপিপিসিসি) এর ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রতিনিধি দল। সিপিপিসিসি’র ভাইস চেয়ারম্যান কং কুয়ানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে একথা বলেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার রোহিঙ্গা সমস্যাটিকে একটি আন্তর্জাতিক সমস্যা হিসেবে অভিহিত করেন এবং কফি আনানের সুপারিশের বিষয়ে চীনা প্রতিনিধিকে অবহিত করলে চীনা প্রতিনিধি এই বিষয়গুলো দেশে ফিরে সে দেশের সরকারের কাছে তুলে ধরবেন বলেও আশ্বাস দেন।

ডেপুটি স্পিকার বলেন, চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে সহযোগিতা করে আসছে বাংলাদেশও সে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রাখে। বাংলাদেশে বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার একটি উপযোগী দেশ উল্লেখ করে চীনকে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন দিন দিন আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড.আব্দুর রব হাওলাদারসহ সংসদ সচিবালয়ের উর্ধতন কর্মকর্তাগণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়