শিরোনাম
◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন  ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচের জন‌্য নিরাপত্তায় অস্ত্রধারী কমা‌ন্ডো ইউ‌নিট মোতা‌য়েন কর‌বে শ্রীলঙ্কা ◈ বেশি দামে তেল বিক্রির প্রস্তাবে তোপের মুখে বিপিসি ◈ মাসে আড়াই হাজার টাকার সহায়তা, ‘ফ্যামিলি কার্ড’র বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৬ মে, ২০১৮, ০৫:৪৭ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৮, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়তুল মোকাররম প্রাঙ্গণে জমে উঠেছে টুপি, আতর-তসবিহ ও বইয়ের বাজার

রুহুল আমিন: জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জমে উঠেছে ইসলামী বইমেলা ও রমজান কেন্দ্রীক সামগ্রীর বাজার।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজিত বই মেলা শুরু হয়েছে ৬০টি স্টল নিয়ে। এরই মধ্যে পাঠকের ভিড় বাড়ছে, পাশাপাশি বায়তুল মোকাররাম মসজিদ কেন্দ্রীক রমজান সামগ্রী পোশাক ও সুগন্ধি পাঞ্জাবি, টুপি, আতর ও জায়নামাজের বেচাকেনা বেড়েছে।

ব্যবসায়ীদের মধ্যে অভিযোগ আছে স্টল বরাদ্দে অনিয়ম হয়েছে প্রচার নিয়ে কর্তৃপক্ষ ঢিলেমি করেছে। তা না হলে বেচাকেনা আরও বাড়তে পারতো।

জমে উঠেছে ইসলামিক বইমেলা: শুক্রবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত কোরআন হাদিস কেন্দ্রীক পাঠকের চাহিদা তুঙ্গে। স্টল মালিক ও বিক্রয়কর্মীরা বলছেন, যেহেতু রমজানের শুরু পনেরো রমজানের পর অন্যান্য বইয়েরপাঠক চাহিদা বাড়বে।

বই মেলা কোরআন বাংলা অনুবাদ, বোখারী শরিফ ও মুসলিম শরিফ হাদিসের সহ ধর্মীয় মাসা-মাসায়েলের বই ও মহানবী মুহাম্মদ (স.) জীবনী ও সাহাবীদের জীবনী ইসলামী শাসকদের সময় কারের ঘটনা রচিত সমূহ ও ইসলামী ইতিহাস, কবিতা ও গল্পের বই স্থান পাচ্ছে স্টল গুলোতে ।

এই কয়দিনে যেসব বইগুলো পাঠক চাহিদা ও বিক্রি হয়েছে তার মধ্যে আল্লামা ইবনে কাসীর (র.) লেখা তাফসীর ইবনে কাসীর। ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত দৈন্দিন ইসলাম, মহানবী (স.) ড. মুহাম্মদ হোসাইন হারকন আল বিদায়া ওয়াল হিদায়া, ইসলামের ইতিহাস আদি- অন্ত এ ১৪ খন্ডের মধ্যে দশ খ- অনুবাদ হয়েছে এর পাঠক চাহিদা তুলনামূলক বেশি ।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মজিব রহমানকে নিয়ে শেখ দুলালের লেখা ছোটদের কবিতার বই মুজিব মানে বঙ্গবন্ধু। মুহাম্মদ আজাদ আলীর লেখা ছোটেদের নজরুল। সামীম মোহাম্মাদ আফজলের লেখা ইসলামের বুনিয়াদি শিক্ষা ।

‘লেখক ও শিক্ষক ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই ইসলামে জঙ্গিবাদ ,রাহে বেলায়াত, হাদিসের নামে জালিয়াতি’ এছাড়াও সালাউদ্দিন জাহাঙ্গীরের ‘প্রিয়তমা’ পাঠকের মাঝে সাড়া জাগিয়েছে।

রমজান কেন্দ্রীক সামগ্রীর বাজার: আতর পাওয়া যাচ্ছে তিন শ খেকে পাঁচ শ টাকার মধ্যে আসছে দুবাই, পাকিস্তান, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, সৌদি আরবরের আতর বাজারে পাওয়া যাচ্ছে এরমধ্যে দেশীয় সিলেটে উৎপাদিত ‘উদ’ আতরে দাম ৫হাজার টাকা। এছাড়াও আতর ব্যবসায়ীরা দেশি-বিদেশি কিছু আতরে নাম বলেন সুরমা, জান্নাতুল ফেরদাউস, মেসকে আম্বর, সাহী দরবার, রুহে গোলাপ।

ভারতের রেডিমেট পাঞ্জাবি পাওয়া যায় চার শ থেকে ১ হাজার টাকার মধ্যে আর স্থান কাপড় বিক্রি হচ্ছে প্রতিগজ চার শ থেকে ১ হাজার টাকায়।এক পাঞ্জাবি ব্যবসায়ী জানান, ১৫ রমজানের পর থেকে দেশীয় কাপড়ের তৈরি পাঞ্জাবি বিক্রয় হবে তিন শ থেকে পাঁচ টাকার মধ্যে যা গুণে মানে ভারতীয় পাঞ্জাবির কোন অংশে কম নয় ।

জায়নামাজ পাওয়া যাচ্ছে তিন শ থেকে পাঁচ টাকার মধ্যে ক্রেতাদের মাঝে তুর্কি ও পাকিস্থানের জায়নামাজের চাহিদা বেশি।
টুপির বাজারে ‘পাকিস্তানি টুপি’ বিক্রী হচ্ছে চৌদ্দ শ টাকায়। তাসবিহ আট শ থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে।

কোরআন মঞ্জিল প্রকাশনী বিক্রয় কর্মী আশিক এলাহী অভিযোগ করে বলেন, এখানে ইসলামী ফাউন্ডেশনের কর্তাব্যক্তিরা তাদের পছন্দের ব্যবসায়ীদের সামনের স্টলগুলো দিয়ে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়