শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ১১:৫২ দুপুর
আপডেট : ২৩ মে, ২০১৮, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ডেস্ক রিপোর্ট : পেশাদারিত্ব বজায় রেখে প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’র (এবিপিসি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নিউইয়র্ক সিটির কুইন্সের বাংলাদেশি মালিকানাধীন অ্যারোমা ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) সভাপতি লাবলু আনসারের সভাপতিত্বে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বের সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন এটিএন বাংলা, এটিএন নিউজ এবং এনটিভি উত্তর আমেরিকার প্রধান নির্বাহী সাঈদ হোসেন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লবের সাবেক সভাপতি, সাপ্তাহিক বর্ণমালার প্রধান সম্পাদক ও একাত্তর টিভির যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি মাহফুজুর রহমান, রাজনীতিবিদ জাকারিয়া চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আকতার হোসেন বাদল, সমাজসেবামূলক সংগঠন আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ও প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, মুক্তিযোদ্ধা রেজাউল বারী এবং মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম, জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পরিচালক আবুলফজল মো. দিদারুল ইসলাম, সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট যুক্তরাষ্ট্রের মুখপাত্র শুভ রায়, নিউইয়র্কের সন্দীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি জাফরউল্লাহ, রাজধানী ঢাকার সূত্রাপুরের শর্শিনা দরবার শরিফের পীর মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকী।

এ ছাড়া উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার নিউইয়র্ক প্রতিনিধি ও প্রেসক্লাবের নির্বাচন কমিশনার আকবর হায়দার কিরণ, এনটিভি ইউএসর প্রধান বার্তা প্রযোজক আবীর আলমগীর এবং বার্তা সম্পাদক পুলক মাহমুদ, সাপ্তাহিক ঠিকানার বিশেষ সংবাদদাতা মিসবাহউদ্দিন, সাংবাদিক রাজিব আহমেদ, তুহিন চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, রাজনীতিবিদ এটিএম মাসুদ, এটিএম রানা।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কর্মকর্তাদের মধ্যে ছিলেন সহ-সভাপতি মীর ই ওয়াজিদ শিবলী, নির্বাহী সদস্য নিহার সিদ্দিকী, কানু দত্ত ও আজিমউদ্দিন অভি। সাধারণ সদস্যদের মধ্যে ছিলেন সাজ্জাদ হোসাইন, ফারহানা চৌধুরী, আমজাদ হোসেন, আজাদ লিটু প্রমুখ।

ইফতার অনুষ্ঠান পরিচালনা করেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুলাহ সিদ্দিকী। এ সময় ক্লাবের সহ-সভাপতি মীর ই ওয়াজিদ শিবলীর আরোগ্য কামনা করে দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়