শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০১৮, ০৭:১৯ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৮, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের পা ধুয়ে মাকে ভালোবাসার অনুভূতি প্রকাশ করলো শিক্ষার্থীরা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর : মাকে ভালোবাসে না পৃথিবীতে এমন সন্তান খুব কমই রয়েছে। সন্তান জন্মের পর থেকে পৃথিবীতে যত দিন বেঁচে থাকে তত দিন মাকে ভালোবাসে। তারপরও মাকে ভালোবাসার বিশেষ দিন বলে কথা। তাইতো বিশ্ব মা দিবসের আয়োজনে মায়ের পা ধুয়ে মাকে ভালোবাসার অনুভূতি প্রকাশ করলো লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের ছাত্র-ছাত্রীরা। মা তোমাকে ভালোবাসী এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে বিশ্ব মা দিবসের আয়োজন করা হয়।

রোববার (১৩ মে) সকালে শহরের বাগবাড়ীস্থ লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের নিজস্ব ক্যাম্পাসে এমন আয়োজন করা হয়। দিবসের শুরুতে তিন শতাধিক মাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় মাকে ভালোবাসার অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ছাত্র-ছাত্রীরা। এ ছাড়া মাকে নিয়ে ছাত্র-ছাত্রীদের তৈরি করা দেওয়ালিকা প্রকাশ করা হয়। এতে তারা যার যার মাকে নিয়ে তাদের মনে লুকিয়ে থাকে মায়ের ভালোবাসা প্রকাশ করেন। পরে বিশ্ব মা দিবসে মায়ের জন্য ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ৫০ জন ছাত্র-ছাত্রী তাদের মায়ের পা ধুয়ে মাকে ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল আইডিয়াল স্কুলের উপাধক্ষ্য হাবিবুর রহমান সবুজ, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু প্রমুখ। অনুষ্ঠানে ২ জন মাকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়