শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০৩:২০ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের দায়ে বিল কসবির ৩০ বছর জেল

রাশিদ রিয়াজ : জনপ্রিয় মার্কিন কমেডি অভিনেতা বিল কসবিকে ধর্ষণের দায়ে বৃহস্পতিবার ৩০ বছর জেল দিয়েছে আদালত। ২০০৪ সালে বিল কসবি এক নারীকে ধর্ষণ করেছিলেন। ওই নারীর অভিযোগ তোলে ’৭০-এর দশকে তার বয়স যখন ১৫ তখন মি.কসবি তাকে যৌন হয়রানি করেছেন। ঐ নারী সিভিল কোর্টে একটি মামলার উদ্যোগ নিলে বিল কসবি তা রুখতে সুপ্রিম কোর্টে যান। আদালত আবেদন খারিজ করার পর বিল কসবির বিরুদ্ধে মামলার পথ খুলে যায়। আদালত তাকে ধর্ষণের দায়ে ৩০ বছর জেল দেয়। ‘দ্যা কসবি শো’ খ্যাত মি. কসবি ‘আমেরিকান ড্যাড’ হিসেবেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।

৭৮ বছর বয়সী বিল কসবির বিরুদ্ধে আরো ৪০ জনের মতো নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। তবে বিল কসবি এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং গত এক দশক ধরে এধরনের অভিযোগের বিরুদ্ধে সামাজিক ও আইনগতভাবে বিচারের পথ রুদ্ধ করার সবরকমের চেষ্টা করেছেন। কসবির বিরুদ্ধে এ রায়কে এক বিরাট বিজয় হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী লিলি বার্নাড বলেছেন, গত ৬২ বছর ধরে আমরা তাকে চিনি, কিন্তু যারা তাকে রক্ষক হিসেবেই বলতেন এ রায় তাদের চোখকে খুলে দিয়েছে। কসবির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর তার অসংখ্য ভক্ত ছাড়াও অনেক সেলিব্রেটি তার পাশে এসে দাঁড়ান।

আদালতে কসবির বিরুদ্ধে সাজা ঘোষণার পর একজন আইনজীবী তাকে জামিন না দিতে অনুরোধ জানিয়ে বলেন, তার নিজস্ব বিমান রয়েছে এবং তিনি পালিয়ে যেতে পারেন। এসময় বিল কসবি এজলাসেই ক্ষিপ্ত হয়ে তাকে গালি দিয়ে বলেন, ‘তার কোনো প্লেন নেই, সে একটা ‘এ্যাসহোল’। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে বিল কসবির সাজার মেয়াদ শুরু হবে। বিল কসবির বিরুদ্ধে ধর্ষণ মামলার এধরনের রায়ের মধ্যে দিয়ে হলিউডের শক্তিশালী চলচ্চিত্র ব্যক্তিত্ব হার্ভে ওয়েনস্টেইন সহ অন্যান্য সেলিব্রেটিদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ও ‘মি টু’ আন্দোলন আরো জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। রিসন ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়