ওমর শাহ: ষাঁড়দৌড়ের উৎসবে এক তরুণীর ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের ঘটনায় পাঁচজনের শাস্তির দাবিতে স্পেনজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। অভিযুক্তদের সম্প্রতি আদালত থেকে খারিজ করে দেওয়া হয়েছে। সে ঘটনার প্রতিবাদে স্পেনের বিভিন্ন শহরে তুমুল বিক্ষোভ হয়েছে।
১৮ বছর বয়সী এক তরুণীর ওপর ২০১৬ সালের জুলাইয়ে পাম্পলোনার সান ফেরমিন ফেস্টিভালে হামলার ঘটনা ঘটে। এতে ৫ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। পুলিশ পরে ওলফ প্যাক গ্রুপের ওই ৫ সদস্যকে গ্রেপ্তার করে। ২০১৬ সাল থেকেই তারা জেল খাটছিলেন।
স্পেনের রাজধানী মাদ্রিদসহ ডজনখানেক শহরে হওয়া এসব প্রতিবাদে ক্রুদ্ধ হাজারো বিক্ষোভকারী আদালতের এ সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ অ্যাখ্যা দিয়ে অপরাধীদের সাজা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
যৌন নিপীড়ণের অভিযোগে ওই পাঁচ ব্যক্তিকে আগেই নয় বছরের কারাদ- দেয়া হয়েছিল। তবে এবার তাদের খালাস দেওয়া হলে বিক্ষোভ শুরু হয়।
স্পেনের আইনে ধর্ষণ ও যৌন নিপীড়ন আলাদা হওয়ায় আদালত তাদের পক্ষে রায় দেয় বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের দেওয়া অভিযোগপত্রে বলা হয়, পাম্পলোনার ষাঁড়দৌড়ের উৎসবের মধ্যে ভোরের দিকে ২৫ থেকে ৩০ বছর বয়সী ওই পাঁচ ব্যক্তি তরুণীটির ওপর হামলে পড়ে, কাপড়চোপড় খুলে ফেলে তাকে ধর্ষণও করে। পরে আক্রান্ত নারীর ফোনও চুরি হয়ে যায়।