শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিএলে মাশরাফির দক্ষিণাঞ্চল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক : বিসিএলের এবারের আসরে প্রতিপক্ষ দলগুলো যেনো রাজ্জাকের স্পিনেই শেষ হয়ে গেলো। আসরের শেষ রাউন্ডের খেলায় তার স্পিন জাদুতে চ্যাম্পিয়ন হলো মাশরাফির দক্ষিণাঞ্চল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের দিনের বিনা উইকেটে খেলতে নামা উত্তরাঞ্চল আজ ম্যাচের শুরু থেকেই রাজ্জাকে দিশেহারা। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া আব্দুর রাজ্জাক এবার দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে ৬৩ রানে জিতিয়েছে দক্ষিণাঞ্চলকে।

বিসিএলে প্রথম নেমেই চ্যাম্পিয়ন হলেন শিরোপার রাজা মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশে মূলত চারটি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট হয়। আর এ চারটি টুর্নামেন্টেরই বর্তমান চ্যাম্পিয়ন নড়াইল এক্সপ্রেস।

দ্বিতীয় ইনিংসে শুরুতেই বল হাতে পান রাজ্জাক। দুই দিন মিলিয়ে ২১.২ ওভারের টানা স্পেলে ৪৮ রানে ৬ উইকেট নিয়ে প্রায় একাই মাত্র ১১৫ রানেই গুঁড়িয়ে দেন উত্তরাঞ্চলকে।

উত্তরাঞ্চলের পক্ষে দলের ব্যাটিং হাল ধরেন সোহরাওয়ার্দী শুভ। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানেআসে কার ব্যাট থেকে। শুভ ছাড়া মিজানুর রহমান করেন দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান। আর বাকিরা ব্যাট হাতে দাড়াতেই পারেননি। জুহরুল(১০) ছাড়া দুই অংকের ঘরেও পৌঁছাতে পারেনি কেউ। রাজ্জাকের পাশাপাশি ৩২ রান দিয়ে তিনটি উইকেট নেন সাকলাইন। আর ১৬ রানের বিপরীতে ইমরুল কায়েস নেন একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৮৭

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৩৬৫/৮ ডিক্লেয়ার

উত্তরাঞ্চল ২য় ইনিংস: ৪৩.২ ওভারে ১১৫ (মিজানুর ২০, জুনায়েদ ১৭, শান্ত ৪, ফরহাদ ৬, জহুরুল ১০, ধীমান ৪, আরিফুল ৪, শুভ ৪১, রেজা ০, তাইজুল ৮*, শফিউল ০; মাশরাফি ০/২৪, রাজ্জাক ৪৮/৬, সাকলাইন ৩/৩৪, নাহিদুল ০/২, ইমরুল ১/৬)

ফল: দক্ষিণাঞ্চল ইনিংস ও ৬৩ রানে জয়ী

ম্যাচ সেরা: আব্দুর রাজ্জাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়