শিরোনাম
◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৬:৫৬ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে স্কুল বাসের সঙ্গে ট্রেনের ধাক্কায় ১৩ শিক্ষার্থী নিহত

ডেস্ক রিপোর্ট: আজ সকালে বাসের সঙ্গে ট্রেনের ধাক্কায় ১৩ স্কুল শিক্ষার্থী নিহত। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের খুশিনগর জেলায়।  গেটকিপার না থাকায় লেবেল ক্রসিং পার হতে গিয়ে স্কুল বাসের সঙ্গে ধাক্কা লাগে প্যাসেঞ্জার ট্রেনের। তাতে ১৩ জন শিক্ষার্থীর নিহত হয়, আহত হয় আরও অনেকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, বাসটিতে ডিভাইন স্কুলের শিক্ষার্থী ছিল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাসটিতে ২৫ জন শিক্ষার্থী ছিল যাদের অধিকাংশের বয়স ১০ এর নিচে। ট্রেনের ধাক্কায় স্কুল বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসের ভেতর থেকে শিক্ষার্থীদের বের করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে উদ্ধারকারীদের৷ ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ বেহপুরবাতে থানে-কাপাটনগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন ওই গেইটকিপার  রেলক্রস করছিল। সেই সময় বাসে করে স্কুলে যাচ্ছিল শিক্ষার্থী তখনই ঘটে দুর্ঘটনাটি। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধার কাজে হাত লাগান।

এরপর হাজির হয় স্থানীয় পুলিশ ও উদ্ধারবাহিনী৷ আহত শিক্ষার্থীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এই ঘটনায় রেলের গাফিলতি প্রকাশ পায়। প্রথমত সেখানে কোনও রক্ষী ছিল না। দ্বিতীয়ত সেই সময় স্টেশনে রেল কর্মীরা এসে পৌঁছননি। কর্মী না থাকায় ট্রেনটিকে সবুজ সঙ্কেত দেখানো যায়নি। যদিও রেলের তরফ থেকে দাবি করা হয়েছে, ট্রেনটিকে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। গাড়ির চালকও মারা যায়।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন এই লাইনে সকাল ছ’টা নাগাদ ট্রেনটি যায়। কিন্তু এদিন ট্রেনটি লেট ছিল৷ সকাল ছ’টার বদলে ট্রেনটি প্রায় সাতটার সময় সেখান থেকে যায়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন৷ ঘটনার পরই খুশিনগর ছুটে যান মুখ্যমন্ত্রী৷  সূত্র: কলিকাতা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়