শিরোনাম
◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল? ◈ দেশজুড়ে শীতের দাপট বাড়বে, আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’ ◈ হাদি হত্যা মামলার চার্জশিট জানুয়ারির ৭ তারিখের মধ্যে : আইজিপি ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার হবে: শাহবাগে উপদেষ্টা রিজওয়ানা (ভিডিও) ◈ তারেক রহমানকে ‌‌‌‘কটূক্তি’: গ্রেফতার ব্যক্তির মুক্তি দাবি বিএনপির

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:৩৬ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই সরকার দেশে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন করারও ক্ষমতা রাখে না

রফিক আহমেদ : গণফোরাম এর কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন করারও ক্ষমতা রাখে না। একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। বুধবার এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত সবাইকে রাজাকারের বাচ্চা বলা ঠিক হয়নি। কারণ এ আন্দোলনে ছাত্রলীগসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা ছিল। এই আন্দোলনকে পেশীশক্তি ও পুলিশ দিয়ে দমানো যাবে না। প্রধানমন্ত্রী হয়তো রাগে ও ক্ষোভে কোটা প্রথা বাতিল করে দিয়েছেন। আমি মনে করি প্রধানমন্ত্রীর হঠাৎ করে এভাবে সব কোটা প্রথা বাতিল করা ঠিক হয়নি। তবে, এ দেশে কোটা প্রথা আবশ্যই অব্যাহত রাখতে হবে।

গণফোরাম এর কার্যকরী সভাপতি বলেন- কার্যকর গণতন্ত্র, আইনের শাসন ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। একইভাবে অর্থ, অস্ত্র ও পেশীশক্তির প্রভাবমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিগন একটি স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করবে।

তিনি বলেন, বাংলাদেশের অসুস্থ রাজনীতি ও শাসন ব্যবস্থার দূর্বলতার কারণে সন্ত্রাস, খুন, গুম, বিচার বর্হিভূত হত্যা ও সাম্প্রদায়িকতা দেশের উন্নয়নের গতিকে বাধাগ্রস্থ করছে। একইভাবে দুনীতি, অবৈধ সম্পদ, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহ থেকে হাজার হাজার কোটি টাকা লুন্ঠিত হয়ে বিদেশে পাচার হচ্ছে, অথচ এ সবের বিচার হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়