শিরোনাম
◈ ট্রেনের ধাক্কায় ফরিদপুরে পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩ ◈ লুকিয়ে ফোন ব্যবহার করায় হাতুড়ি দিয়ে ১০ শিক্ষার্থীর মোবাইল ভাঙলেন শিক্ষক ◈ শরীয়তপুরে ৪৫টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ৪ (ভিডিও) ◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:৩৬ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই সরকার দেশে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন করারও ক্ষমতা রাখে না

রফিক আহমেদ : গণফোরাম এর কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন করারও ক্ষমতা রাখে না। একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। বুধবার এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত সবাইকে রাজাকারের বাচ্চা বলা ঠিক হয়নি। কারণ এ আন্দোলনে ছাত্রলীগসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা ছিল। এই আন্দোলনকে পেশীশক্তি ও পুলিশ দিয়ে দমানো যাবে না। প্রধানমন্ত্রী হয়তো রাগে ও ক্ষোভে কোটা প্রথা বাতিল করে দিয়েছেন। আমি মনে করি প্রধানমন্ত্রীর হঠাৎ করে এভাবে সব কোটা প্রথা বাতিল করা ঠিক হয়নি। তবে, এ দেশে কোটা প্রথা আবশ্যই অব্যাহত রাখতে হবে।

গণফোরাম এর কার্যকরী সভাপতি বলেন- কার্যকর গণতন্ত্র, আইনের শাসন ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। একইভাবে অর্থ, অস্ত্র ও পেশীশক্তির প্রভাবমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিগন একটি স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করবে।

তিনি বলেন, বাংলাদেশের অসুস্থ রাজনীতি ও শাসন ব্যবস্থার দূর্বলতার কারণে সন্ত্রাস, খুন, গুম, বিচার বর্হিভূত হত্যা ও সাম্প্রদায়িকতা দেশের উন্নয়নের গতিকে বাধাগ্রস্থ করছে। একইভাবে দুনীতি, অবৈধ সম্পদ, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহ থেকে হাজার হাজার কোটি টাকা লুন্ঠিত হয়ে বিদেশে পাচার হচ্ছে, অথচ এ সবের বিচার হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়