শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:৩৬ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই সরকার দেশে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন করারও ক্ষমতা রাখে না

রফিক আহমেদ : গণফোরাম এর কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন করারও ক্ষমতা রাখে না। একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। বুধবার এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত সবাইকে রাজাকারের বাচ্চা বলা ঠিক হয়নি। কারণ এ আন্দোলনে ছাত্রলীগসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা ছিল। এই আন্দোলনকে পেশীশক্তি ও পুলিশ দিয়ে দমানো যাবে না। প্রধানমন্ত্রী হয়তো রাগে ও ক্ষোভে কোটা প্রথা বাতিল করে দিয়েছেন। আমি মনে করি প্রধানমন্ত্রীর হঠাৎ করে এভাবে সব কোটা প্রথা বাতিল করা ঠিক হয়নি। তবে, এ দেশে কোটা প্রথা আবশ্যই অব্যাহত রাখতে হবে।

গণফোরাম এর কার্যকরী সভাপতি বলেন- কার্যকর গণতন্ত্র, আইনের শাসন ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। একইভাবে অর্থ, অস্ত্র ও পেশীশক্তির প্রভাবমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিগন একটি স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করবে।

তিনি বলেন, বাংলাদেশের অসুস্থ রাজনীতি ও শাসন ব্যবস্থার দূর্বলতার কারণে সন্ত্রাস, খুন, গুম, বিচার বর্হিভূত হত্যা ও সাম্প্রদায়িকতা দেশের উন্নয়নের গতিকে বাধাগ্রস্থ করছে। একইভাবে দুনীতি, অবৈধ সম্পদ, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহ থেকে হাজার হাজার কোটি টাকা লুন্ঠিত হয়ে বিদেশে পাচার হচ্ছে, অথচ এ সবের বিচার হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়