শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৮, ০৮:০৯ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৮, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের সানরাইজার্সের কাছে লড়াই করে হারল মোস্তাফিজের মুম্বাই

কেএম হোসাইন : টান টান উত্তেজনার ম্যাচে দলকে জয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন মোস্তাফিজ। ১৯তম ওভারে ১ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। তাতেও জয়ের দেখা পেলো না মুম্বাই ইন্ডিয়ান্স। সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১ উইকেটে হেরে গেছে মুম্বাই। তাতে টানা দ্বিতীয় জয়ের দেখা পেলো সাকিবের দল সানরাইজার্স।

প্রথম ম্যাচে খরুচে ছিলেন মোস্তাফিজ। তবে দ্বিতীয় ম্যাচে দলের জয়টাকে সম্ভবের কাছে নিয়ে গেছেন নিয়ন্ত্রিত বোলিংয়ে। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। ২৩ রান দিয়ে ৪টি নিয়েছেন মারকান্দে। দুটি নেন বুমরাহ।

১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুধু শিখর ধাওয়ানের ৪৫ রানই ছিল সর্বোচ্চ। ব্যাট হাতে সাকিব ১২ রানের বেশি করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয়ের পথে ছিল হায়দরাবাদ। তবে ১৯তম ওভারে মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে জয়ের সুবাস পেতে শুরু করেছিল মুম্বাই। কিন্তু দিপক হুদা ও স্ট্যানলেকের শেষ দিকের দৃঢ়মনোবলে তার আর সম্ভব হয়নি। ৯ উইকেট হারিয়ে জয় পায় শেষ বলে রান নিয়েই। হুদা অপরাজিত ছিলেন ৩২ রানে।

এই ম্যাচেও প্রত্যাশার চাপটা সামলেছেন সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দ্বিতীয় ম্যাচেও অসাধারণ নৈপুণ্যে ঝলক দেখিয়েছেন। বল হাতে সফল তো ছিলেনই, ফিল্ডিংয়েও ছিলেন পেশাদার। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে টস হেরে ৭ উইকেটে ১৪৭ রানের লক্ষ্য দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স।

শুরুতে ফিল্ডিংয়েও ঝলক দেখান সাকিব। স্ট্যানলেকের বল হালকা বাতাসে উঠিয়েছিলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। স্কয়ার লেগে দারুণভাবে সামনে ডাইভ দিয়ে নিচু ক্যাচ লুফে নিতে ভুল করেননি সাকিব। তাতে মুম্বাইয়ের অধিনায়ক ভয়ানক হয়ে উঠার আগেই ফেরেন সাজঘরে। অবশ্য এর আগে একটি ছয় ও চার মেরে বার্তা দিচ্ছিলেন ঝড়ের। কিন্তু সাকিবের অসাধারণ ফিল্ডিংয়ে বিদায় নিতে হয় ১১ রানে।
কিছুক্ষণ ধাক্কা সামলানোর পর দলীয় ৪৮ রানে ইশান কিশানকে তালুবন্দি করেন কৌল। লুইস অবশ্য অপরপ্রান্তে মেরে খেলতে থাকেন। ১৭ বলে দুটি ছয় ও ৩টি চারের মেরে রানের চাকা সচল রাখেন। ব্যক্তিগত ২৯ রানে তাকে বোল্ড করেন কৌল।
হার্দিক পান্ডিয়াকে অবশ্য নিজের দ্বিতীয় ওভারে সাজঘরে পাঠান সাকিব। আগ্রাসী হওয়ার চেষ্টা করলেও সাকিবের বলে সফট ডিসমিসালের শিকার হন পান্ডিয়া। ফেরেন ১৫ রানে। তার ১০ বলের ইনিংসে ছিল ২টি চার।
থিতু হওয়ার মতো লক্ষণ দেখা যায়নি শেষ দিকেও। মাঝে কিয়েরন পোলার্ড ২৩ বলে ২৮ রান তুললেও সেই ঝড়ও সামলে নেয় সানরাইজার্স। তাকে ফেরান স্ট্যানলেক। এরপর সেভাবে প্রতিরোধ গড়তে পারেনি মুম্বাই। ৮ উইকেট হারিয়ে করে ১৪৭ রান।
হায়দরাবাদের পক্ষে ৪ ওভারে ১ উইকেট নিলেও খরুচে ছিলেন সাকিব। দিয়েছেন ৩৪ রান। দুটি উইকেট করে নিয়েছেন সন্দিপ শর্মা, স্ট্যানলেক ও সিদ্ধার্থ কৌল। বেশি রান দিয়েছেন স্ট্যানলেক। তবে সবচেয়ে বেশি ইকোনমিক্যাল ছিলেন রশিদ খান। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন আফগান তারকা। আগের ম্যাচে দুটি উইকেট নিয়েছিলেন সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়