শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০৩:৫৭ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হলে হলে হামলা, মধ্যরাতে উত্তাল ঢাবি

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের আন্দোলনের বিরুদ্ধে ক্ষমতাসীন ছাত্রলীগ রাতভর দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন হলে রুমে রুমে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

একের একের এক হামলা আর ছাত্রলীগের হামলার শিকার হয়ে গতকাল মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের হলে হলে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে বেশ কয়েকটি ছাত্রী হলও রয়েছে। এমনকি কবি সুফিয়া কামাল হলে মেয়েদের পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগও পাওয়া গেছে। ছাত্রলীগের হামলায় এক ছাত্রীর রগ কেটে দেয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই অভিযোগে হল ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান ইশাকে বিশ্ববিদ্যালয় এবং ছাত্রলীগ থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।

ছেলেদের হলগুলোতেও একই অভিযোগ পাওয়া গেছে। বেশ কিছু হল থেকে ছাত্রদের বের হতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছে হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীরা। তারা প্রত্যেকেই ভীত আছে এবং গণমাধ্যমের কাছে কিছু বলতে চাচ্ছে না। জীবন সংশয়ে অনেক শিক্ষার্থী নির্যাতন সহ্য করছেন, তারা গণমাধ্যমকে এড়িয়ে চলছেন।

কোটা সংস্কার নিয়ে পোস্ট দেয়া, ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়া ও নেতাদের কথা না শোনায় বেশ কিছু শিক্ষার্থীকে হল ছাড়ার হুমকিও দেয়া হয়েছে। স্যার এ এফ রহমান হল, হাজী মুহাম্মাদ মহসিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জহুরুল হক হল, এসএম হল, ফজিলাতুন্নেসা মুজিব হলে হল থেকে বের করে দেয়ার হুমকি ও হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।

এরই মধ্যে নেতাদের নির্দেশ উপেক্ষা করে বেশ কিছু শিক্ষার্থী মধ্যরাতেই রাস্তায় নেমে এসেছে। হল ছেড়ে বাইরে বিক্ষোভ করছেন ছাত্রীরাও। নির্যাতন বন্ধ না হলে রোকেয়া হলের শিক্ষার্থীরা সবাই হল থেকে বের হয়ে যাওয়ার হুমকিও দিয়েছে।

রোকেয়া হলেও মেয়েদের টর্চার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোকেয়া ও শামসুন্নাহার হলের মেয়েরা বাইরে বেরিয়ে আসেন। এদিকে জিয়া হলের ১ম ও ২য় বর্ষের ছাত্ররাও বাইরে এসে বিক্ষোভ করছেন বলে জানা গেছে।

সন্ধ্যার পর থেকে বিভিন্ন হলে ছাত্রলীগ বর্ধিত সভা করে নিজেদের কর্মীদের ধমক দিয়েছে যেন আন্দোলনে না যায়। এছাড়াও সাধারণ ছাত্রছাত্রীদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীরা জানান, সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি সোহানুর রহমান নেতাকর্মীদের হুমকি দিয়েছেন।

ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থীর বিক্ষোভ চলেছে। তারা নিরাপদ ক্যাম্পাস চাই, ছাত্রদের নিরাপত্তা চাই, হলে হলে অত্যাচার বন্ধ করো বন্ধ করো, পড়তে এসেছি মরতে নয়; ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

বুধবার সকালে নির্যাতনের বিরুদ্ধে আবারো আন্দোলনের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হল শাখা ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান এশাকে বিশ্ববিদ্যালয়, হল প্রশাসন ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়