শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ শাহ আমানতে এয়ার এরাবিয়ার বিমানে ব্রেকে ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেলেন ২০০ আরোহী

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৮, ০১:১৪ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৮, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘৯৯ শতাংশ মানুষ স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায়’

হুমায়ুন কবির খোকন : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমানে বাংলাদেশে ৯৯ শতাংশ মানুষ স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায় এসেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে তার কার্যালযে সাক্ষাৎ করতে গেলে তিনি ভারতীয় হাইকমিশনারকে এ কথা জানান।

খন্দকার মোশাররফ এসময় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও স্যানিটেশন সম্পর্কিত বিষয়ে হাইকমিশনারকে বিশদভাবে অবহিত করেন। তিনি বলেন, প্রতি ৫০ জনের জন্য একটি করে বিশুদ্ধ পানির উৎস নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করছি। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (বাণিজ্যিক) শিশির কোঠারী এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এলজিআরডি মন্ত্রী উল্লেখ করেন, ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকান্ডে ভারত সবসময় পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও খাকবে। মন্ত্রী বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে যোগাযোগ কাঠামো ভূমিকা উল্লেখ করে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে গ্রামীণ সড়ক যোগাযোগে নেটওয়ার্ক বাড়ানোর ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতে তা ইতিবাচক ভ‚মিকা রাখছে।

হর্ষ বর্ধণ শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় সম্পাদিত চুক্তি অনুযায়ি ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এলইডি লাইট স্থাপন প্রকল্পের কাজ দ্রুত সম্পাদনের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি সিটি কর্পোরেশনসমূহের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও মেশিনারীজ সরবরাহের বিষয়ে ভারতের আগ্রহের কথা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়