শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ১০:০৩ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রীড়া বিশ্বেই হাসি-ঠাট্টার উপাদানে পরিণত হয়েছে অস্ট্রেলিয়া: গিলক্রিস্ট

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বে সততার জন্য যে কজন খেলোয়াড় ভক্ত-সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে সাবেক অস্ট্রেলিয় ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট একজন। অনেকবারই এমন হয়েছে, আম্পায়ার তাকে আউট ঘোষণা করেননি কিন্তু নিজে বুঝতে পেরে ড্রেসিং রুমের দিকে হাঁটা ধরেছেন। এবার তার দলটিই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বল টেম্পারিং করেছে। সেটাও পূর্বপরিকল্পনা অনুযায়ী। প্রচন্ড কষ্ট পেয়েছেন এতে। আবেগপ্রবণ সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যান বলেছেন তার প্রাণের এই দলটি এখন ক্রীড়া বিশ্বেই হাসি-ঠাট্টার উপাদানে পরিণত হয়েছে।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার চার টেস্টের সিরিজে দুটি ম্যাচ শেষ হয়েছে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। তাই সিরিজ নিজেদের করে নিতে কেপটাউনের তৃতীয় টেস্টটি গুরুত্বপূর্ণ। তবে প্রোটিয়ারা তৃতীয় দিনে বেশ ভালভাবেই এগিয়ে ছিল অজিদের চেয়ে। তাই বল থেকে অবৈধ সুবিধা নিতে লাঞ্চ বিরতির সময় অধিনায়ক স্টিভেন স্মিথ ও নেতৃস্থানীয় অন্য ক্রিকেটাররা মিলে বল ট্যাম্পারিংয়ের সিদ্ধান্ত নেন। দায়িত্ব দেয়া হয় দলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটের কাঁধে, যিনি কাজটি করতে গিয়ে টিভি ক্যামেরায় ধরা পড়েন। পরে স্মিথ ও ব্যানক্রফট দুজনেই সংবাদ সম্মেলনে এসে দোষ স্বীকার করেন এবং ক্ষমা চান। আইসিসিও ট্যাম্পারিংয়ের অপরাধে অভিযুক্ত করেছে ব্যানক্রফটকে।

এই ঘটনায় প্রচন্ড ধাক্কা পাওয়া গিলক্রিস্টের মতে অস্ট্রেলিয়া এখন হাসি-ঠাট্টার পাত্র হওয়ার মত দল, 'আমি বিস্মিত, স্তব্ধ- আমি নাটক করার চেষ্টা করছি না। আমি বিষয়টি নিয়ে আবেগপ্রবণ হয়ে গেছি। কষ্ট পেয়েছি। অস্ট্রেলিয়ান ক্রিকেট এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের ন্যায়পরায়নতা এখন ক্রীড়াবিশ্বে হাসির খোরাক হবে।'

গিলক্রিস্ট খুব ভালমতই জানেন অনিয়ম করা দেশগুলোকে নিয়ে কথা বলতে কেউ ছাড় দেয় না। আর এখানে অজি অধিনায়ক নিজে স্বীকার করেছেন দোষের কথা, 'অবশ্যই এটা খেলার নিয়মের বাইরে। আর আমাদের জাতীয় দলের অধিনায়ক বলেছেন তারা বসে প্রতারণা করার উপায় নিয়ে ভেবেছেন ও পূর্বপরিকল্পনা করেছেন।'
গিলক্রিস্ট মনে করেন এত বড় ঘটনার পর স্মিথের জন্য অধিনায়কজত্ব করাটা সহজ হবে না, 'তুমি যা করেছ তা স্বীকার করার পর এই জায়গাটা ধরে রাখা এবং যারা দেখছে তাদের বিশ্বাস অর্জন করে এগিয়ে যাওয়াটা খুবই কঠিন।'

সূত্র : স্পোর্টিং নিউজ ডট কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়