শিরোনাম
◈ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা ◈ ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা - হাসপাতালে 'লাশের স্তুপ', চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা  ◈ প‌্যারাগু‌য়ের কারাগারে আন‌ন্দেই কা‌টি‌য়ে‌ছেন, অভিজ্ঞতা বর্ণনা কর‌লেন ব্রা‌জি‌লিয়ান রোনালদিনহো ◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৮, ১০:০৩ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০১৮, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রীড়া বিশ্বেই হাসি-ঠাট্টার উপাদানে পরিণত হয়েছে অস্ট্রেলিয়া: গিলক্রিস্ট

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বে সততার জন্য যে কজন খেলোয়াড় ভক্ত-সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে সাবেক অস্ট্রেলিয় ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট একজন। অনেকবারই এমন হয়েছে, আম্পায়ার তাকে আউট ঘোষণা করেননি কিন্তু নিজে বুঝতে পেরে ড্রেসিং রুমের দিকে হাঁটা ধরেছেন। এবার তার দলটিই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বল টেম্পারিং করেছে। সেটাও পূর্বপরিকল্পনা অনুযায়ী। প্রচন্ড কষ্ট পেয়েছেন এতে। আবেগপ্রবণ সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যান বলেছেন তার প্রাণের এই দলটি এখন ক্রীড়া বিশ্বেই হাসি-ঠাট্টার উপাদানে পরিণত হয়েছে।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার চার টেস্টের সিরিজে দুটি ম্যাচ শেষ হয়েছে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। তাই সিরিজ নিজেদের করে নিতে কেপটাউনের তৃতীয় টেস্টটি গুরুত্বপূর্ণ। তবে প্রোটিয়ারা তৃতীয় দিনে বেশ ভালভাবেই এগিয়ে ছিল অজিদের চেয়ে। তাই বল থেকে অবৈধ সুবিধা নিতে লাঞ্চ বিরতির সময় অধিনায়ক স্টিভেন স্মিথ ও নেতৃস্থানীয় অন্য ক্রিকেটাররা মিলে বল ট্যাম্পারিংয়ের সিদ্ধান্ত নেন। দায়িত্ব দেয়া হয় দলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটের কাঁধে, যিনি কাজটি করতে গিয়ে টিভি ক্যামেরায় ধরা পড়েন। পরে স্মিথ ও ব্যানক্রফট দুজনেই সংবাদ সম্মেলনে এসে দোষ স্বীকার করেন এবং ক্ষমা চান। আইসিসিও ট্যাম্পারিংয়ের অপরাধে অভিযুক্ত করেছে ব্যানক্রফটকে।

এই ঘটনায় প্রচন্ড ধাক্কা পাওয়া গিলক্রিস্টের মতে অস্ট্রেলিয়া এখন হাসি-ঠাট্টার পাত্র হওয়ার মত দল, 'আমি বিস্মিত, স্তব্ধ- আমি নাটক করার চেষ্টা করছি না। আমি বিষয়টি নিয়ে আবেগপ্রবণ হয়ে গেছি। কষ্ট পেয়েছি। অস্ট্রেলিয়ান ক্রিকেট এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের ন্যায়পরায়নতা এখন ক্রীড়াবিশ্বে হাসির খোরাক হবে।'

গিলক্রিস্ট খুব ভালমতই জানেন অনিয়ম করা দেশগুলোকে নিয়ে কথা বলতে কেউ ছাড় দেয় না। আর এখানে অজি অধিনায়ক নিজে স্বীকার করেছেন দোষের কথা, 'অবশ্যই এটা খেলার নিয়মের বাইরে। আর আমাদের জাতীয় দলের অধিনায়ক বলেছেন তারা বসে প্রতারণা করার উপায় নিয়ে ভেবেছেন ও পূর্বপরিকল্পনা করেছেন।'
গিলক্রিস্ট মনে করেন এত বড় ঘটনার পর স্মিথের জন্য অধিনায়কজত্ব করাটা সহজ হবে না, 'তুমি যা করেছ তা স্বীকার করার পর এই জায়গাটা ধরে রাখা এবং যারা দেখছে তাদের বিশ্বাস অর্জন করে এগিয়ে যাওয়াটা খুবই কঠিন।'

সূত্র : স্পোর্টিং নিউজ ডট কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়