শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৮, ০৪:১১ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৮, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে কিছু লোক এখন আর্থিক দৈনতায় ভুগছে

মু. নজরুল ইসলাম তামিজী : আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এ ধরনের কথার সাথে আমি একেবারে এক মত হতে পারছি না। কোন দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা না থাকে, সুশাসন না থাকে, যদি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা না থাকে, তখন এধরণের সমস্যাগুলো হয়ই। বিশেষ করে মানুষের মাঝে একটি অস্থিরতা কাজ করে। যা আমাদের সমাজের কিছু লোককে অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে ফেলছে। আমাদের দেশে কিছু লোক এখন আর্থিক দৈনতায় ভুগছে। যার কারণে আমরা এখন এধরণের অপরাধগুলো সংগঠিত হতে দেখছি।

বিশেষ করে যারা আমাদের সমাজের নি¤œবৃত্ত বা মধ্যবৃত্ত আছে, তারা এসকল কর্মকান্ডের সাথে বেশি জড়াচ্ছে। এখন আমাদের সমাজের মানুষের মধ্যে এক প্রকারের ভয় ভীতি কাজ করছে। যার ফলে অনেকেই মনে করছে, তারা নিরাপত্তাহীনতাই ভুগছে। আমি মনে করি, এধরণের ভয় বা আতঙ্কের পিছনে বেশকিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো, মানুষ মানুষকে মানুষ হিসেবে গণ্য না করা। মানুষের মধ্যে মূল্যবোধের অভাব দেখা দেয়া। রাষ্ট্র যখন নিজেই অস্তিত্ব হারিয়ে ফেলে।

আমাদের দেশ একটি নব উদার পন্থি দেশ। এধরণের দেশে সরকারকে নিয়ন্ত্রণ করে বাজার অর্থনীতি। যেখানে বাজার নেতৃত্ব দেয়, সেখানে মানুষের আর্থিক অবস্থাও ভাল থাকে না। ফলে সরকার এক প্রকারের দূর্বলতার ভাব প্রকাশ করতে বাধ্য হয়। যখন সরকারের অবস্থাই টাল মাটাল, তখন জনগণ নিরাপত্তাহীনতায় ভুগবে। আর যখন এ অবস্থার অবসান ঘটবে, তখন আবার দেশে নিরাপত্তা ফিরে আসবে।

পরিচিতি : চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার সোসাইটি/ মতামত গ্রহণ : শাখাওয়াত উল্লাহ/ সম্পাদনা : মোহাম্মদ আবদুর অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়