শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৮, ০৭:৩৩ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৮, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের শাহরিয়ার এন্টারপ্রাইজের চুক্তি বাতিলের আদেশ স্থগিত

সিলেট প্রতিনিধি: স্কয়ার ফুড এন্ড বেভারেজ লি. সিলেটের মার্কেট-বি এর পরিবেশক খয়ের উদ্দিনের মালিকানাধীন মেসার্স শাহরিয়ার এন্টারপ্রাইজের পরিবেশক চুক্তি বাতিলের আদেশ স্থগিত করে দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত আগামি ১৫ দিনের মধ্যে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সহ ৪ জনকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন।

বুধবার সিলেট সদরের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোছা. শাহিনুর আক্তার এ আদেশ দিয়েছেন।

মামলার আর্জিতে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লি. সিলেটের মার্কেট বি এর পরিবেশক খয়ের উদ্দিন জানিয়েছেন, তিনি ২০১০ সাল থেকে কোম্পানীর বি মার্কেটের পরিবেশক হিসেবে দায়িত্বে রয়েছেন। এই সময় থেকে তিনি সিলেট নগরীর ও শহরতলীর বিশাল অংশে স্কয়ার ফুডের মার্কেটিং করে যাচ্ছে। ইতিমধ্যে তিনি ৪ বার কোম্পানীর তরফ থেকে পুরস্কৃত হয়েছেন।

তাঁর দায়িত্বপ্রাপ্ত এলাকার মধ্যে রয়েছে- আম্বরখানা থেকে টিবি গেইট, আম্বরখানা থেকে চৌকিদেখি, আম্বরখানা পাঠানটুলা, আম্বরখানা থেকে চৌহাট্রা পর্যন্ত। ক্রমান্বয়ে তার নিয়ন্ত্রিত এলাকা সংকোচিত করা ছাড়াও কোম্পানীর পক্ষ থেকে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন খয়ের উদ্দিন।

এসব বিষয় নিয়ে গত চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি কোম্পানীর বিক্রয় ও বিতরণ ব্যবস্থাপক ইব্রাহিম মাহমুদ ও সহকারী ব্যবস্থাপক বিক্রয় কেএম নিজাম উদ্দিন সিলেটের খয়ের উদ্দিনের মালিকানাধীন মেসার্স শাহরিয়ার এন্টারপ্রাইজের পরিবেশক চুক্তিনামা দলিল পরিসমাপ্তি ঘোষনা করেন। ওই পত্রে ১৫ই মার্চ পর্যন্ত ব্যবসা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগের দিন ১৪ মার্চ আদালতের  সরনাপন্ন হলে চুক্তি বাতিলের আদেশ স্থগিত করে দিয়েছেন আদালত। এবং ওই রুল জারি করেন।

মেসার্স শাহরিয়ার এন্টারপ্রাইজের সত্বাধিকারী খয়ের উদ্দিন জানিয়েছেন,  তিনি দীর্ঘ ৮ বছর ধরে কোম্পানীর পরিবেশক। তার সঙ্গে যে আচরন করা হয়েছে সেটি ব্যবসায়িক নয়। তার প্রচুর টাকা মার্কেটে পড়ে থাকায় তিনি ব্যবসায়িকভাবে ক্ষতির মুখোমুখি হয়েছেন। এ কারণে বাধ্য হয়ে তিনি মামলা করেছেন। আদালত এখন যে সিদ্ধান্ত দেবেন সেটি তিনি মেনে নেবেন। আদালতের নির্দেশে তিনি এখনো ওই কোম্পানীর বৈধ পরিবেশ বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়