শিরোনাম
◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৭ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যারিবীয়দের বিপক্ষে হ্যাটট্রিক করলেন দৌলত

স্পোর্টস ডেস্ক: বাছাই পর্ব থেকেই বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর উইন্ডিজের অধিনায়ক জ্যাসন হোল্ডার। অথচ, বাছাই পর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মত দলের কাছেও হারতে হচ্ছে তাদের। শুধু তাই নয়, হোল্ডারদের লজ্জায় ডুবিয়ে তাদের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বসেছেন আফগান বোলার দৌলত জাদরান।

৩৫ ওভারের কার্টেল ম্যাচে আফগানদের সংগ্রহ ছিল মাত্র ১৬৩ রান। জবাবে ২৬.৪ ওভারে ১১০ রানেই অলআউট সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বৃষ্টি আইনে তারা ম্যাচ হাওে ২৯ রানে।
তবে ক্যারিবীয়দের এমন ভরাডুবির পেছনে সবচেয়ে বেশি অবদান যার, তিনি আফগান পেসার দৌলত জাদরান। এদিন দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন তিনি। উইন্ডিজের মিডল অর্ডারের কোমরই ভেঙে দেন তিনি। শিমরন হেতমায়ের, রোভম্যান পাওয়েল এবং কার্লোস ব্র্যাথওয়েটকে পরপর তিন বলে ফিরিয়ে দিয়ে এই কৃতিত্ব গড়েন আফগান এই পেসার।

২০তম ওভারের চতুর্থ বলেই প্রথম সাজঘরের পথ দেখান শিমরন হেতমায়েরকে। নজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দেন তিনি। পরের বলেই রোভম্যান পাওয়েলকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন দৌলত জাদরান। কার্লোস ব্র্যাথওয়েট উইকেটে এসেই শিকার হলেন এলবিডব্লিউর।

এই হ্যাটট্রিকের পর ওয়েস্ট ইন্ডিজের আর আফগানদের সামনে দাঁড়িয়ে থাকতে পারার কথা নয়। অথচ ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ, মারলন স্যামুয়েলসের মত ক্রিকেটার ছিল ওয়েস্ট ইন্ডিজ দলে। তারাও কি না হারাতে পারল না আফগানিস্তানকে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়