শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৩২ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাংলাদেশ দলে ধারাবাহিকতা আনাই আমার লক্ষ্য’

নিজস্ব প্রতিবেদক : আগের যেকোনও সময়ের তুলনায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন শক্তিশালী। মাঠের পারফরম্যান্সে সেটি প্রমাণ করেছে টাইগাররা। কিন্তু গত সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ ও গত জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ এবং চলতি মাসে শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। ফলে, বাজেভাবে সিরিজ হারতে হয়েছে টাইগারদের।

আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নিদাহাস ট্রফিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ। গতকালই তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দায়িত্ব পাওয়ার পর আজ কোর্টনি ওয়ালশ বলেছেন, আপাতত দলে ধারাবাহিকতা আনাই তার অন্যতম লক্ষ্য।

কোর্টনি ওয়ালশ বলেছেন, ‘শ্রীলঙ্কায় আমাদের জন্য কঠিন সিরিজ অপেক্ষা করছে। এখানে চ্যালেঞ্জ নিতে হবে। ভালো ক্রিকেট খেলতে হবে। ধারাবাহিকতা রক্ষা করতে হবে। দায়িত্ব পেয়ে আমি খুশি। আমি দায়িত্ব ভালোভাবে পালন করতে চাই। আমি নিশ্চিত করতে চাই যে, আমরা ভালো ক্রিকেট খেলি।’

তিনি আরও বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে ভালো করতে পারছি না। দলে মেধাসম্পন্ন ক্রিকেটার আছে। তারা পরিশ্রম করছে। আমরা যদি ধারাবাহিক ভালো করতে পারি তাহলে আমি খুশি। এটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আর এটার উপরই আমি বেশি জোর দিব।’

আগামী ৬ মার্চ কলম্বোতে শুরু হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ খেলার উদ্দেশ্যে আগামী ৪ মার্চ ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজে প্রথমে লিগ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দল দুইটি ফাইনালে মুখোমুখি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়