তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লায় জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দিয়েছে কুমিল্লা দক্ষিন জেলা বিএনপি।
রোববার বেলা ১১ টায় দক্ষিন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক এমপি মাহবুব আলম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মাহবুব চৌধুরীসহ ৪ সদস্যের প্রতিনিধিদল এ স্বারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসক জাহাংগীর আলম বিএনপির নেতাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহন করেন। এসময় জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।