শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:২৫ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই মাঠই এই মাঠ, বিশ্বাস হচ্ছে না চান্দিমালের!

নিজস্ব প্রতিবেদক : মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচটি শেষ হয়েছিল আড়াই দিনে। তার আগে এই ভেন্যুতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও রান করতে ব্যাটসম্যানদের ঘাম ঝরাতে হয়েছে। অথচ আজ এই মিরপুরেই ৩৮৭ রানের একটি টি-টোয়েন্টি ম্যাচ দেখল দর্শকরা।

এদিন ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে শ্রীলঙ্কা দলের অধিনায়ক দিনেশ চান্দিমাল বলেন, তারা ভাবতেই পারেননি এতো ভালো উইকেট হবে।

দিনেশ চান্দিমাল বলেন, ‘আমরা ভাবতেও পারিনি এতো ভালো উইকেট হবে। টস হেরে ভালোই হয়েছে। ব্যাটসম্যানদের প্রতি কৃতজ্ঞতা। তারা অসাধারণ ক্রিকেট খেলেছে। ১৯৪ রান তাড়া করে জেতাটা মোটেও সহজ কাজ নয়। ম্যাচ শুরু আগে আমাদের পরিকল্পনা ছিল বাঁ-হাতি-ডানহাতি কম্বিনেশন করা।

একইসাথে আমরা পাওয়ার হিটার খেলানোর চেষ্টা করেছি। এটাই ছিল আমাদের কৌঁশলটা ছিল। আনন্দিত যে পরিকল্পনা কাজ করেছে। কুসল, গুনাথিলাকা, থিসারা, দাসুন চমৎকার খেলেছে। আমরা সবাই জানি, বাংলাদেশ ঘরের মাঠে শক্তিশালী দল। সুতরাং, আমরা তাদের কখনোই খাটো করে দেখিনি।’

এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। পরে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়