শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৬:২২ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিন্দু মুসলিম সহিংসতায় উত্তপ্ত উত্তর প্রদেশ, ১৪৪ ধারা জারি

ওমর শাহ: ভারতের উত্তর প্রদেশের কাসাগঞ্জে রাস্তার দখল নিয়ে আবারো হিন্দু মুসলিমদের মাঝে সহিংসতা শুরু হয়েছে। যোগি আদিত্যনাথের রাজ্যে সংঘর্ষে ইতোমধ্যেই একজন নিহত হয়েছেন। অন্তত ৫০ জনকে আটক করে নিয়ে গেছে পুলিশ। উত্তেজনা থামাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

জানা গেছে, ভারতের প্রজাতন্ত্র দিবসে বিজেপির একটি মোটরবাইক মিছিল রাস্তা দিয়ে আগে যাবে, নাকি এলাকার মুসলিমরা রাস্তায় মঞ্চ করে আগে জাতীয় পতাকা তুলবেন তা নিয়ে বিরোধের সূত্রপাত।

বদ্দুনগরের বাসিন্দা মুহাম্মদ মুনাজির রফি জানান, মিছিলের লোকজনকে আমরা অনুরোধ করে বলি আমাদের অনুষ্ঠানটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কিন্তু তারা যাওয়ার জন্য জেদ ধরে স্লোগান দিতে শুরু করে। পরে হাতাহাতি থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। প্রথমবার তারা ফিরে গেলেও কিছু সময় পরে আবার ফিরে আসে।

কাসগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পবিত্র মোহন ত্রিপাঠিী জানিয়েছেন, ওই অনুষ্ঠানের লোকজন মনে করে, তাদের ওপর বদলা নিতেই তারা হামলা চালাতে এসেছে। একজন গুলি চালালে ২৮ বছর বয়সী চন্দন গুপ্তা নামের একজনের মৃত্যু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার ক্ষুব্ধ জনতা নতুন করে বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কাসগঞ্জ জেলার নাদরি ও চুঙ্গি গ্রামের দুটি আলাদা ঘটনায় তিনটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে অন্তত ৫০ জনকে আটক করে। সূত্র : বিবিসি ও রোজনামা সাহারা

  • সর্বশেষ
  • জনপ্রিয়