এ. জামান: বৃহস্পতিবার রাতে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে কোপা দেল’রের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। সেই ম্যাচে ২৫ মিনিটে বার্সার হয়ে দ্বিতীয় গোলটি করেন বিশ্বসেরা ফুটবল তারকা লিওনেল মেসি। আর এই গোলের মাধ্যমে মেসি ছুঁয়ে ফেলেন ব্যতিক্রমী একটি মাইলফলক। ক্যাম্প নুতে এটি বার্সেলোনার ৪০০০ তম গোল।
লিওনেল মেসি বার্সেলোনার ক্যারিয়ারে লা’লিগায় করেছেন ২ হাজার ৭৬৫ টি গোল। কোপা দেল রে’র ম্যাচ গুলোতে গোল করেছেন ৫০৮টি। চ্যাম্পিয়নস লিগ খেলতে নেমে ৩৬৮ বার বল জালে ঢুকিয়েছেন। কাপ উইনার কাপের খেলাতে ১০৭টি গোলের দেখা পেয়েছেন। উয়েফা কাপ ও ইন্টার সিটি ফেয়ার কাপ পেয়েছেন যথাক্রমে ৯২ ও ৮৭টি গোল।
স্প্যানিশ সুপার কাপে ৩৯ টি গোলের দেখা পেয়েছেন। কোপার লা লিগা আসরে সর্বমোট ২৫ বার গোল দিতে পেরেছেন। ইউরোপিয়ান সুপার কাপে ৭ বার ও ফেয়ার ট্রফি কাপে ২টি গোল পেয়েছেন। এভাবেই বার্সেলোনার ক্যারিয়ারে পেয়ে গেলেন ৪০০০ গোলের দেখা।
উল্লেখ্য যে, কোপা দেল’রেতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এস্পানিওলের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে নু ক্যাম্পে দ্বিতীয় লেগে মেসি ও সুয়ারেজের গোলে ২-০ ব্যবধানে জয় পেয়ে সেমিতে উঠেছে বার্সা। গোল