শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৫ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়েরাও মাদকের ভয়ঙ্কর কবলে জড়িয়ে পড়ছে

নূরুল আনোয়ার : বর্তমান সরকারসহ সকল সরকারই মাদকের ক্ষেত্রে সফল হতে পারেনি। আমার মনে হয়, এটি কখনো সফল হওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে, যে দল ক্ষমতায় আসে, তাদের নেতা-কর্মীরাই বেশি মাদক ব্যবসার সাথে জড়িত। এটি অবৈধ ব্যবসা হলেও খুবই লাভজনক। যার জন্য এই ব্যবসার সাথে লোভী লোকগুলো সহজে জড়িয়ে যায়। যারা ক্ষমতায় থাকে না, তারা এই ব্যবসাটির সাথে কম যুক্ত হয়। কারণ, ক্ষমতা না থাকলে ব্যবসাটি টিকিয়ে রাখা সম্ভব নয়। দেশের এমন অবস্থা, এখন ছেলেদের সাথে শিক্ষিত মেয়েরাও মাদকের ভয়ঙ্কর কবলে জড়িয়ে পড়ছে।

এটির প্রধান কারণ হচ্ছে, যারা মাদক ব্যবসায়ী তারা শিক্ষাপ্রতিষ্ঠানেও নিশ্চিতভাবে মাদক বিক্রি করতে পারছে। যার ফলে, ছেলেরা বাবা-মার কাছ থেকে জোড় করে অতিরিক্ত টাকা আদায় করছে। মেয়েরা অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। মাদকের সাথে পর্ণগ্রাফির একটি সম্পর্ক আছে। তাই যে মেয়েরা মাদকাসক্ত হয় তারা একটি সময় যৌন কর্মে যুক্ত হয়ে যায়।

কারণ, তাদের ঐ সময় অনেক টাকার প্রয়োজন হয়। টাকা না পেলে কি করবে? তাই তারা উপায় না পেয়ে এই কাজটিতে যুক্ত হয়। তারা বাবা-মা, স্বামী-সন্তানের সাথে প্রতারণা করছে। ফলে আমরা একটি নষ্ট পরিবেশের মুখোমুখি হচ্ছি। এভাবে চলতে থাকলে এই জেনারেশন একটি সময় ধ্বংসের মুখে পড়ে যাবে। তাই এখনই আমাদের মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। সমাজে সচেতনতামূলক কাজ করতে হবে। পুলিশ প্রশাসনকে আরো কঠোর হতে হবে। সরকারকেতো অবশ্যই ভালো একটি ভূমিকা রাখা লাগবে। তাহলে আমরা মাদকের ভয়ঙ্কর কবল থেকে আমাদের সন্তানকে রক্ষা করতে পারব।

পরিচিতি : সাবেক আইজিপি, বাংলাদেশ পুলিশ
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়