শিরোনাম
◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৯ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুরে মাঠে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে

রবিন আকরাম: ইতোমধ্যে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে মাশরাফি বিন মুর্তজার দল। ফলে বাংলাদেশের কাছে এই ম্যাচ স্রেফ একটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। এতে জয় বা পরাজয়ের তেমন কিছু যায় আসে না টাইগারদের। কিন্তু জিম্বাবুয়ের কাছে এই ম্যাচ বাঁচা মরার লড়াই। ফাইনালে টিকে থাকতে হলে এই ম্যাচ তাদের জন্য খু্বই গুরুত্বপূর্ণ।

ভিন্নমুখী এই সমীকরণে আজ দুপুর ১২টায় মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় টুর্নামেন্টের এই চতুর্থ ম্যাচটি হবে দিবা-রাত্রির ম্যাচ।

জিম্বাবুয়ের জন্য সমীকরণটা একটু বেশি জটিল হয়ে গেছে সর্বশেষ ম্যাচে তারা শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায়। বোনাস পয়েন্টসহ দুই ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে পরস্পরের বিপক্ষে পেয়েছে একটি করে জয়ে ৪টি করে পয়েন্ট। এখন জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যে কোনো এক দল বাকি দুই ম্যাচের মধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি জয় পেলে তারা চলে যাবে ফাইনালে।

কিন্তু দুটি ম্যাচেই বাংলাদেশ জিতলে দুই দলের পয়েন্ট হবে সমান, দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ হবে রানরেটে। বাংলাদেশ দুই ম্যাচ হারলেও নেট রান রেটে ফাইনালিস্ট নির্ধারণ হবে। তবে কোনো দল বোনাস পয়েন্টসহ জিতলে তারা তখন সরাসরি ফাইনাল খেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়