শিরোনাম
◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ পাকিস্তান থেকে এল নিষিদ্ধ পণ্য, পাখির খাবারের আড়ালে চট্টগ্রাম বন্দরে সাড়ে ছয় কোটি টাকার পপিবীজ জব্দ ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত? ◈ ইসির চিঠিতে ‘আমজনতার দল’-এর নিবন্ধন না দেওয়ার নয় কারণ প্রকাশ ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ‌কে ৩ রা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ সমতায় নিউ‌জিল‌্যান্ড  ◈ এবার কোচ হ‌য়ে জাতীয় দলের ড্রেসিং রু‌মে রোমাঞ্চিত আশরাফুল ◈ ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে : তারেক রহমান ◈ পদ না ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে যা জানালেন অ্যাটর্নি জেনারেল ◈ পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে এলো মাদকপণ্য ◈ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৯ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুরে মাঠে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে

রবিন আকরাম: ইতোমধ্যে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে মাশরাফি বিন মুর্তজার দল। ফলে বাংলাদেশের কাছে এই ম্যাচ স্রেফ একটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। এতে জয় বা পরাজয়ের তেমন কিছু যায় আসে না টাইগারদের। কিন্তু জিম্বাবুয়ের কাছে এই ম্যাচ বাঁচা মরার লড়াই। ফাইনালে টিকে থাকতে হলে এই ম্যাচ তাদের জন্য খু্বই গুরুত্বপূর্ণ।

ভিন্নমুখী এই সমীকরণে আজ দুপুর ১২টায় মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় টুর্নামেন্টের এই চতুর্থ ম্যাচটি হবে দিবা-রাত্রির ম্যাচ।

জিম্বাবুয়ের জন্য সমীকরণটা একটু বেশি জটিল হয়ে গেছে সর্বশেষ ম্যাচে তারা শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায়। বোনাস পয়েন্টসহ দুই ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে পরস্পরের বিপক্ষে পেয়েছে একটি করে জয়ে ৪টি করে পয়েন্ট। এখন জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যে কোনো এক দল বাকি দুই ম্যাচের মধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি জয় পেলে তারা চলে যাবে ফাইনালে।

কিন্তু দুটি ম্যাচেই বাংলাদেশ জিতলে দুই দলের পয়েন্ট হবে সমান, দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ হবে রানরেটে। বাংলাদেশ দুই ম্যাচ হারলেও নেট রান রেটে ফাইনালিস্ট নির্ধারণ হবে। তবে কোনো দল বোনাস পয়েন্টসহ জিতলে তারা তখন সরাসরি ফাইনাল খেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়