শিরোনাম
◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে?

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৯ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার বছরের চুক্তিতে ম্যানইউতে সানচেস

ডেস্ক রিপোর্ট: চিলির স্ট্রাইকার আলেক্সিস সানচেসকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চুক্তির অংশ হিসেবে বিনিময়ে হেনরিখ মিখিতারিয়ানকে পেয়েছে আর্সেন ভেঙ্গারের দল।

গত গ্রীষ্মের দল-বদলের বাজারে ম্যানচেস্টার সিটিতে প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন সানচেস। শেষ পর্যন্ত সেটা আর বাস্তবে রূপ নেয়নি। এবার তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী ক্লাবে সাড়ে চার বছরের চুক্তিতে যোগ দিলেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

রোববার ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ওয়েবসাইটে সানচেসের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। চিলির এই খেলোয়াড় ওল্ড ট্যাফোর্ডের ক্লাবে সাত নম্বর জার্সি পরে খেলবেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, পারিশ্রমিক হিসেবে এখানে তিনি সপ্তাহে পাঁচ লাখ পাউন্ড পাবেন।

২০১৪ সালের জুলাইয়ে বার্সেলোনা থেকে আর্সেনালে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে মোট ৮০ গোল করেন সানচেস। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৩০ গোল করেছিলেন তিনি। ক্লাবটির হয়ে দুটি এফএ কাপসহ জিতেছেন মোট তিনটি শিরোপা।

অন্যদিকে, ২০১৬ সালের জুলাইয়ে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ইউনাইটেডে যোগ দেওয়া মিখিতারিয়ান ক্লাবটির হয়ে গত মৌসুমের ইউরোপা লিগসহ মোট তিনটি শিরোপা জিতেছেন। এই সময়ে রেড ডেভিলদের হয়ে মোট ৬৩ ম্যাচে ১৩ গোল করেছেন আর্মেনিয়ার এই ফরোয়ার্ড। সূত্র: বিডিনিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়