শিরোনাম
◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে?

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ১২:০৭ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে আঞ্চলিক ইজতেমা শুরু ২৫ জানুয়ারি

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: বরিশালে বিশ্ব ইজতেমার আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে আগামী ২৫ জানুয়ারি।ওইদিন বাদ ফজর থেকে আম বয়ানের মাধ্যমে শুরু হবে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা।

২৭ জানুয়ারি জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।

এ উপলক্ষে ময়দান প্রস্তুতিতে নগরীর নবগ্রাম রোডে উপজেলা পরিষদের পেছনের অংশে সরদারপাড়া সংলগ্ন এলাকায় কাজ চলছে। বর্তমানে প্রায় ১৪ একর এলাকা জুড়ে চলছে ইজতেমার প্রস্তুতি। ইতোমধ্যে তাবলীগে আসা সাথীদের থাকার জন্য নির্মাণ করা হয়েছে বিশাল সেড।

সেখানে এক সাথে ৩৬ হাজার মুসল্লী থাকতে পারবেন। এছাড়াও আড়াই লক্ষাধিক মুসল্লী এক সাথে জুমার নামাজ আদায় করতে পারবেন।

সরেজমিনে দেখা গেছে, তাবলীগের মুসল্লী, বিভিন্ন মাদ্রাসার ছাত্র এবং এলাকাবাসী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তৈরী করছেন ইজতেমা মাঠের অবকাঠামো। সম্পন্ন করেছেন সকল আয়োজন। একই সাথে ইজতেমা আয়োজনে সহযোগীতা করছে বরিশাল সিটি কর্পোরেশন। আশপাশে চলছে অজুখানা সহ অন্যান্য স্থাপনা নির্মাণের কাজ।

ইজতেমা মাঠের প্রস্তুতির তদারকীর দায়িত্বে থাকা তাবলীগ জামায়াতের সাথী হামিম খান জানান, ২০১৫ সালের ১০ ডিসেম্বর তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমার বরিশাল জেলা পর্ব নবগ্রাম রোডে অনুষ্ঠিত হয়। ওই ইজতেমায় দেড় লাখ মুসল্লীর একসাথে জুমার নামাজ আদায় করার মতো ব্যবস্থা করা হয়েছিলো।

মুসল্লীদের সংখ্যা এতোই বেশি হয়েছিলো আয়োজনের সীমানা ছাপিয়ে গিয়ে মুসল্লীদের দূর্ভোগে পড়তে হয়েছিলো। সেই বিষয়টি মাথায় রেখেই এবারের ইজতেমার আয়োজন চলছে।

জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, ইজতেমার নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি র‌্যাব সদস্যদের মোতায়েন রাখা হবে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়