শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ১২:০৭ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে আঞ্চলিক ইজতেমা শুরু ২৫ জানুয়ারি

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: বরিশালে বিশ্ব ইজতেমার আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে আগামী ২৫ জানুয়ারি।ওইদিন বাদ ফজর থেকে আম বয়ানের মাধ্যমে শুরু হবে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা।

২৭ জানুয়ারি জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।

এ উপলক্ষে ময়দান প্রস্তুতিতে নগরীর নবগ্রাম রোডে উপজেলা পরিষদের পেছনের অংশে সরদারপাড়া সংলগ্ন এলাকায় কাজ চলছে। বর্তমানে প্রায় ১৪ একর এলাকা জুড়ে চলছে ইজতেমার প্রস্তুতি। ইতোমধ্যে তাবলীগে আসা সাথীদের থাকার জন্য নির্মাণ করা হয়েছে বিশাল সেড।

সেখানে এক সাথে ৩৬ হাজার মুসল্লী থাকতে পারবেন। এছাড়াও আড়াই লক্ষাধিক মুসল্লী এক সাথে জুমার নামাজ আদায় করতে পারবেন।

সরেজমিনে দেখা গেছে, তাবলীগের মুসল্লী, বিভিন্ন মাদ্রাসার ছাত্র এবং এলাকাবাসী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তৈরী করছেন ইজতেমা মাঠের অবকাঠামো। সম্পন্ন করেছেন সকল আয়োজন। একই সাথে ইজতেমা আয়োজনে সহযোগীতা করছে বরিশাল সিটি কর্পোরেশন। আশপাশে চলছে অজুখানা সহ অন্যান্য স্থাপনা নির্মাণের কাজ।

ইজতেমা মাঠের প্রস্তুতির তদারকীর দায়িত্বে থাকা তাবলীগ জামায়াতের সাথী হামিম খান জানান, ২০১৫ সালের ১০ ডিসেম্বর তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমার বরিশাল জেলা পর্ব নবগ্রাম রোডে অনুষ্ঠিত হয়। ওই ইজতেমায় দেড় লাখ মুসল্লীর একসাথে জুমার নামাজ আদায় করার মতো ব্যবস্থা করা হয়েছিলো।

মুসল্লীদের সংখ্যা এতোই বেশি হয়েছিলো আয়োজনের সীমানা ছাপিয়ে গিয়ে মুসল্লীদের দূর্ভোগে পড়তে হয়েছিলো। সেই বিষয়টি মাথায় রেখেই এবারের ইজতেমার আয়োজন চলছে।

জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, ইজতেমার নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি র‌্যাব সদস্যদের মোতায়েন রাখা হবে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়