সজিব খান: ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট উপ মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় মাঝপদ্মায় পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়। সকালে ফেরি চলাচল শুরু হওয়ার পর নোঙরে রাখা ফেরিগুলো গন্তব্যের উদ্দেশে রওনা হয়। ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন। তবে ফেরি চলাচল সচল হওয়ায় গাড়ির চাপ কমে আসবে বলে জানান তিনি।