মরিয়ম চম্পা : আমি হিন্দুত্ব নয়, মোদি বিরোধী বললেন ভারতীয় তামিল অভিনেতা প্রকাশ রাজ। ভারতের বিজেপি নেতৃত্বাধীন একটি টিভি চ্যানেলে ঘরোয়া আলোচনায় বিতর্কিত মন্তব্যের জের ধরে বিজেপির আক্রমণের প্রধান লক্ষবস্তুতে পরিণত হয়েছেন প্রকাশ।
গত বৃহস্পতিবার এই টেলিভিশন শো’তে বর্তমান সরকারের উইনিয়ন মিনিস্টার অনন্ত কুমার হেগড়ে এবং অনুষ্ঠানের অন্য সদস্যদের বিতর্কিত আক্রমণের মুখে অভিনেতা রাজ এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি হিন্দু বিরোধী নই, তবে মোদি, অমিত সাহা এবং হেগড়ে বিরোধী।’
ইন্ডিয়া টুডের আয়োজিত দক্ষিণ সম্মেলনের এক বক্তৃতায় বিজেপির তেলেঙ্গানার মুখপাত্র কৃষ্ণা সাগর রাওয়ের উদ্দেশ্যে এসময় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন দক্ষিণ ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা প্রকাশ রাজ।
প্রকাশ বলেন, মোদি, অমিত ও হেগড়েকে আমি হিন্দু মনে করিনা। হেগড়ে নিজেই বলেছেন যে সে হিন্দুত্ববাদের তকমা বা ইজম মুছে ফেলতে চায়। যেটা একজন খাঁটি হিন্দু কখনোই বলতে পারেনা।
একজন হিন্দু হিসেবে মানুষ খুনের বিষয়ে হেগড়ের সমর্থন পুরো হিন্দু সমাজের জন্য লজ্জা ও নিন্দ্বার বিষয়। জি নিউজ