জাহিদুল কবীর মিল্টন, যশোর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেছেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের দ্বার প্রান্তে। দেশের এই অগ্রযাত্রায় তরুণ প্রজন্মকে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শুক্রবার সকালে যশোরের কেশবপুর সাদেক অডিটোরিয়ামে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক এটিএম জাকির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সম্পাদনা: উমর ফারুক রকি