স্পোর্টস ডেস্ক: এবারের মৌসুমের শুরু থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে কিছুটা টানাপোড়েন চলছে রিয়াল মাদ্রিদের। নতুন করে রোনালদোর সঙ্গে চুক্তি করতে যেন কিছুটা অনাগ্রহই দেখা যাচ্ছে মাদ্রিদের এই ক্লাবটির মধ্যে।
নতুন করে চুক্তিটা যদি হয়ে যায়, তাহলে পর্তুগিজ অধিনায়কই হবেন সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার। অবশ্য সে সম্ভাবনাটা খুবই ক্ষীণ।
কদিন আগেই পঞ্চমবারের মতো ফিফা ব্যালন ডি’অর জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বাস করেন, তার বেতনটা আরো বেশিই প্রাপ্য। সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলারের তালিকায় তিনি আছেন পঞ্চম স্থানে। ইউরো কাপ জেতা এই ফুটবলারের বার্ষিক আয় ২১ মিলিয়ন ইউরো।
বার্সেলোনা ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি কিংবা ব্রাজিলিয়ান পিএসজি তারকা নেইমার ডি সিলভা এ মুহূর্তে বেশি বেতন পাওয়া ফুটবলারের তালিকায় আছেন রোনালদোরও ওপরে। মেসির বার্ষিক আয় ৫০ মিলিয়ন ইউরো আর নেইমার প্রতিবছর পান ৩৬ মিলিয়ন ইউরো।
মাঠের ফুটবলে দুর্বিষহ সময় পার করা রিয়াল মাদ্রিদকে এখন মুখোমুখি হতে হচ্ছে মাঠের বাইরের সমস্যায়ও। কিন্তু তারা যেভাবে সমস্যার মোকাবিলা করছে, সেটা মোটেও ফলপ্রসূ হওয়ার কথা নয়।
এরই মধ্যে স্পেনের বড় একটি সংবাদমাধ্যম খবর ছেপেছে, রোনালদো নাকি বদলে ফেলছেন দলটাই! সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই আবার মাঠে নামতে পারেন সিআর সেভেন।
শোনা যাচ্ছে, মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজের ওপরও বেশ অসন্তুষ্ট রোনালদো। চ্যাম্পিয়নস লিগ জেতার পর পেরেজ তাঁকে কথা দিয়েছিলেন, চুক্তি তো নবায়ন হবেই এবং টাকার অঙ্কটাও হবে আগের থেকে অনেক বেশি। তবে বাস্তবে ঘটছে না তার প্রতিফলন।
এমন অবস্থায় মাদ্রিদকে শিবির বাঁচানোর জন্য দারুণ কিছু ভবিষ্যৎ পরিকল্পনা এঁটে এগোতে হবে। আর সে পরিকল্পনার বড় একটা অংশ ঘিরে যে রোনালদোকেই রাখতে হবে, সেটা বলা বাহুল্য। গোল