শিরোনাম
◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশি হাইকমিশনারকে ‘হুমকি’ দেওয়া নিয়ে মুখ খুলল ভারত ◈ গণমাধ্যমে হামলা সরকারের দুর্বলতা, মবোক্রেসি বরদাশত নয়: সালাহউদ্দিন আহমদ ◈ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ◈ কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধ.র্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ১০:০৮ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেটের মালিক রুবেল

আক্তারুজ্জমান: অফ স্টাম্পের বাইরের বলটা ড্রাইভ করতে চেয়েছিলেন টেন্ডাই চাতারা। কিন্তু ইনসাইড এজ হয়ে বল আঘাত করল স্টাম্পে, ফিরে গেলেন চাতারা। আগের বলেই পিটার মুর ইয়র্কারে বোল্ড হয়েছেন। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে আনন্দে মাতলেন বোলার রুবেল। আর এই আনন্দে যোগ হয়েছে আরো একটি মাইলফলক ছোয়ার আনন্দ। সেটা হলো একদিনের ক্রিকেটে ১০০ টি উইকেট অর্জনের রেকর্ড।

ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে একশ উইকেটের স্বাদ পেলেন রুবেল হোসেন। রুবেলের আগে পেসারদের মধ্যে এই মাইলফলক ছুঁয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশের তৃতীয় দ্রুততম বোলার হিসেবে একশ উইকেটের মাইলফলক ছুঁলেন রুবেল। তিনি উইকেটের সেঞ্চুরি পূর্ণ করলেন ৮১তম ম্যাচে। মাশরাফির লেগেছিল ৭৮ ম্যাচ, আব্দুর রাজ্জাকের ৬৯ ম্যাচ।

৯৮ উইকেট নিয়ে মিরপুরে আজ জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ৮১তম ওয়ানডে খেলতে নামেন রুবেল। অধিনায়ক মাশরাফি তার হাতে বল তুলে দেন ২১তম ওভারে। প্রথম ওভারেই উইকেটের স্বাদ পেতে পারতেন রুবেল। কিন্তু নাসির তাকে বঞ্চিত করেন। তার করা প্রথম ওভারে সুযোগ দিয়েছিলেন ম্যালকম ওয়ালার। স্লোয়ার বলে স্লিপে ক্যাচ দেন ওয়ালার। কিন্তু নাসির বলই তালুবন্দি করতে পারেননি।

এরপর ধারাবাহিকভাবে দারুণ বোলিং করে যান রুবেল। বল হাতে আগুণ ঝরিয়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চাপে রাখেন। অবশেষে নিজের দ্বিতীয় স্পেলের প্রথম ওভারেই পরপর দুই বলে উইকেটের স্বাদ পান ২৮ বছর বয়সি এই ক্রিকেটার।

ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন মাশরাফি। ২৩৩ উইকেট পেয়েছেন নড়াইল এক্সপ্রেস। সাকিব আল হাসান পেয়েছেন ২২৯ উইকেট। এ ছাড়া আব্দুর রাজ্জাক ২০৭টি, মোহাম্মদ রফিক ১১৯টি উইকেট পকেটে পুরেছেন। আজ পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করলেন রুবেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়