শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ১১:৪১ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক পর্যায়ে নিজের জাত চেনালেন অর্জুন

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটারদের সন্তানদের সাফল্যের সপ্তাহ চলছে বোধহয়! এইতো দু'দিন আগে রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড় ও সুনিল যোশির ছেলে আরিয়ান যোশি ঘরোয়া পর্যায়ের এক ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে বড় জয় এনে দিয়েছেন। আর শচীন টেন্ডুলকারপুত্র অর্জুন টেন্ডুলকার তো অনেক আগে থেকেই ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ড আয়োজিত গ্লোবাল টি-টুয়েন্টি সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে আবারও নজর কেড়েছেন এই ১৮ বছর বয়সী অর্জুন।
বাবার মত হননি অর্জুন। শচীন যেখানে ডানহাতি ব্যাটসম্যান, অর্জুন বাঁহাতি পেসার। তবে ব্যাটিংটাও ভালো করেন। সর্বশেষ কুচবিহার অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ১৮ উইকেট পেয়েছেন। আর সেদিন ব্র্যাডম্যান ওভাল গ্রাউন্ডে হংকংয়ের বিপক্ষে একটি টি-টুয়েন্টি ম্যাচে ৪ উইকেট নেয়ার পাশাপাশি ২৭ বলে ৪৮ রানের ইনিংসও খেলেন ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার হয়ে।
আর অর্জুন এই ম্যাচে খেলতে পেরেই খুশি, ‘ডন ব্র্যাডম্যানের নামের এই মাঠে খেলতে পেরে আমি খুবই গর্বিত। এটা আসলেই অবিশ্বাস্য।' এই তরুণ ক্রিকেটার তার বাবাকে নয় বরং অস্ট্রেলিয় পেসার মিচেল স্টার্ক ও ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকেই আদর্শ ভাবেন। কারণ, ছয় ফুট লম্বা অর্জুন ছোটবেলা থেকেই পেসার হতে চেয়েছিলেন, 'আমি একটু শক্ত-সামর্থ্য আর একটু লম্বা হয়ে গেছি। ছোটবেলা থেকেই জোরে বল করতে খুব ভাল লাগত। যেহেতু ভারতে খুব বেশি পেসার নেই তাই তখন থেকেই এমন চিন্তাভাবনা ছিল।'
ব্যাটিং-ঈশ্বর বাবার সন্তান হওয়ার কারণে স্বাভাবিকভাবেই কিছুটা প্রত্যাশার চাপ থাকেই তার উপর। তবে এটাকে পাত্তা দেন না অর্জুন, 'আমি কোন চাপ নেই না। যখন বল করি চেষ্টা থাকে সর্বোচ্চ গতিতে করার, আর ব্যাট করার সময় নিজের মত করে শট খেলি আর সিদ্ধান্ত নিই কোন বোলারকে উড়িয়ে দেব আর কোন বোলারকে দেব না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়