শিরোনাম
◈ দুবাইয়ে বিকৃত যৌনাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৭:১৪ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়া ভ্রমণ পুনর্বিবেচনা করতে পরামর্শ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের জন্য বিপদজনক দেশগুলোর তালিকায় রয়েছে রাশিয়া। ২০১৮ সালে বিশ্বের কোন কোন দেশে ঘুরতে যাওয়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ঝুঁকির হতে পারে তার তালিকা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রকাশ করা হয়। এই তালিকায় রয়েছে রাশিয়াও। মার্কিন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়।

রাশিয়ায় প্রতি বছর গড়ে প্রায় আড়াই লাখ মার্কিন নাগরিক ঘুরতে যান। এই বছর সেখানে যাবার আগে নাগরিকদের পুনর্বিবেচনা করার পরামর্শ দেয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

ইউএসএ টুডে’র এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকরা রাশিয়ার আইন প্রয়োগকারীসহ অন্য কর্মকর্তাদের দ্বারা হয়রানি, দুর্ব্যবহার ও চাঁদাবাজির শিকার হন। যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বিদেশিদের দ্বৈত নাগরিকতায়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইউএস মিশনে রাশিয়ান সরকারি কর্মকর্তাদের সংখ্যা কমায় যুক্তরাষ্ট্র সরকার রাশিয়ায় নিজস্ব নাগরিকসেবা কমিয়েছে। সন্ত্রাসীরা যেকোনো সময় রাশিয়াকে বিপদজনক করে তুলতে পারে। তারা অপ্রত্যাশিতভাবে আক্রমণ করে। জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে হঠাৎ করেই ধর্মঘট শুরু হতে পারে।

তালিকা প্রকাশের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের ভীতি প্রদর্শন যুক্তরাষ্ট্রের কৌশল। এতে দুইটি দেশের মধ্যে দূরত্ব আরও বাড়বে। সুত্র: আর টিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়