শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১১:৪১ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় ইজি বাইক চলছে , রিকশা চলবে না কেনো?

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা : সাতক্ষীরা জুড়ে চলাচল করছে ইজি বাইক। চলছে মাহিন্দ্রও। তাহলে রিকশা ভ্যান চালাতে বাধা কেনো। শহরে যানজটের সৃষ্টি করছে এসব ইজি বাইক। অথচ এই শহরে রিকশা চলবে না , ভ্যান ভটভটি চলবে না নসিমন করিমন চলবে না এ কেমন কথা। এ আচরণ বৈষম্যমূলক। এই আচরণ বন্ধ করুন। রিকশা ভ্যান চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করতে দিন।

রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেছেন সাতক্ষীরা জেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা।

এ সময় তারা বলেন আমরা দরিদ্র শ্রেণির মানুষ , খেটে খাওয়া মানুষ। আমাদের পেটে লাথি মারবেন কেনো । তারা বলেন আমাদের রিকশা ভ্যান যা ধরেছেন ছেড়ে দিন। আর ধরবেন না। আমাদের গাড়ি চালাতে দিন। চাইলে পৌরসভা আমাদের লাইসেন্স করে দিক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনিয়ন সভাপতি জহুর আলি ও সাধারণ সম্পাদক মিলন কাগুজি বলেন, তাদের সংগঠনে তিন হাজারেরও বেশি রিকশা ভ্যান শ্রমিক রয়েছে। ভ্যান রিকশার সংখ্যাও এর চেয়ে বেশি। শ্রমিকরা বিভিন্ন সমিতি অথবা এনজিও থেকে ঋণ নিয়ে গাড়ি বানিয়েছেন।

দিনের আয় দিয়ে তাদেরকে দায় শোধ করতে হয়। একদিন দেনা না দিলে তাদের ওপর মহাজনী খবরদারি বেড়ে যায়। দৈনিক আয় না করলে খাওয়া বন্ধ হয়ে যায়। বাসা ভাড়া দিতে না পারলে বাড়ির মালিক বের করে দেয় । গাড়ি ভাড়া না দিতে পারলে মালিক ভ্যান রিকশা কেড়ে নেয়। এতো সংকটের মধ্যে আপনারা আমাদের গাড়িগুলি ধরে রেখেছেন। বুঝতেই পারেন আমরা কেমন আছি। আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজনও বা কেমন আছে। স্ত্রীর নামে ঋণ নিয়ে গাড়ি বানিয়েছি আমরা। কিন্তু সমিতির চাপে তারা বলছে হয় টাকা শোধ দাও , না হয় আমি আত্মহত্যা করতে বাধ্য হবো।

সংবাদ সম্মেলনে তারা বলেন বারবার আমাদের ভ্যান রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। আমরা আতংকে থাকি । গাড়ি চালাই পুলিশের চোখ ফাঁকি দিয়ে। পুলিশ আমাদের থাপ্পড় মারে। লাঠিপেটা করে। কেনো আমরা কি চোর যে চুরি করে গাড়ি চালাতে হবে ।

আমরা প্রকাশ্যে গাড়ি চালাতে চাই। যাত্রী টেনে জীবিকা নির্বাহ করতে চাই। সেই পথ সৃষ্টি করুন। অন্যথায় আমরাও প্রতিরোধ গড়ে তুলবো। আমাদের প্রস্তাব গাড়িতে ব্যাটারি থাকার সুযোগ দিতে হবে। ইউনিয়ন পর্যায় থেকে আসা রিকশা ভ্যানকে শহরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমাদের লাইসেন্স দিন। শহরের ইজিবাইকের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ করুন। আমরা সহনীয় ভাড়া নিয়ে যাত্রী সাধারণকে সহজে সুলভে এবং তাড়াতাড়ি তার গন্তব্যে পৌঁছে দিতে চাই। এ ভাবেই আমরা বেঁচে থাকতে চাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আবদুর রউফ, হারুনার রশীদ, মতিয়ার রহমান, মুজিবর রহমান, কবিরুল ইসলাম, আবদুল মালেক , কবির হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়