শিরোনাম
◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১১:২০ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দশমিনায় ট্রলি চাপায় শ্রমিক নিহত ; আহত ১

মোঃ মামুন তানভীর,দশমিনা : পটুয়াখালীর দশমিনা উপজেলা যুবদলের নেতা মোঃ ইলিয়াছ সিকদারের ট্রলির (ট্রাফে ট্রাক্টর) চাপায় সোহেল চৌকিদার (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত ও মোঃ সুমন (২৫) নামে এক মটর সাইকেল চালক আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের বশার সিকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক মোঃ সোহেল চৌকিদার উপজেলার রনগোপালদি ইউনিয়নের আবু চৌকিদারের ছেলে ও আহত মটর সাইকেল চালক মোঃ সুমন একই ইউনিয়নের যৌতা গ্রামের মফিজ সরদারের ছেলে।

জানা গেছে, উপজেলা সদর থেকে নির্মাণ শ্রমিক মোঃ সোহেল চৌকিদার মোঃ সুমনের ভাড়া মোটর সাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বশার সিকদার বাড়ির কাছে পৌছালে যুবদল নেতা মোঃ ইলিয়াছ সিকদারের ট্রলি চালক মোঃ রিয়াজ দ্রুত গতিতে চালিয়ে এসে মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আহত দুইজনকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নির্মাণ শ্রমিক মোঃ সোহেল চৌকিদারকে মৃত ঘোষণা করেন ও মোটর সাইকেল চালক সুমনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।

লাশ ময়না তদন্তের বিষয়ে জানতে চাইলে দশমিনা থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরীর বলেন, এখনও অনুসন্ধান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়