নিজস্ব প্রতিবেদক: সামনে বড় পরীক্ষা সাইফ-আফিফদের। বাংলাদেশ যুবাদের এবার মিশন যুব বিশ্বকাপ। আর যুব বিশ্বকাপে অংশ নিতে আজ রোববার মধ্যরাতে নিউজিল্যান্ডের ফ্লাইট ধরছে বাংলাদেশের যুবারা। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে।
যুব বিশ্বকাপের সর্বশেষ আসরে তৃতীয় হওয়ায় আসন্ন নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন আসরেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ঘিরে প্রত্যাশা অনেক।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই আসরেও বাংলাদেশ দলের লক্ষ্য সেমিফাইনাল। ঢাকা ছেড়ে যাওয়ার প্রাক্কালে ক্রিকেটারদের সবচেয়ে বড় বন্ধু মাশরাফিকে কাছে পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। খেলোয়াড় জীবনে চারবার নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা রয়েছে মাশরাফির। মাশরাফি সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন তরুণ ক্রিকেটারদের সামনে।
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অতীতটা ভাল নয়। ইতোপূর্বে ২ বার নিউজিল্যান্ডের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিয়ে দু’বারই দলটি হতাশ করেছে। ২০০২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কেনিয়া,নেপালের কাছে হার কিংবা ২০১০ সালে ঠিকানা প্লেট পর্ব-সেই অতীতও অজানা নয় মাশরাফির।
নিউজিল্যান্ড যাত্রার আগে তাই অনূর্ধ্ব-১৯ দলকে উদ্বুদ্ধ করতে মাশরাফি এগিয়ে এসেছেন। গেম ডেভেলপম্যান্ট কমিটির পরিকল্পনায় আজ রবিবার দুপুরে একাডেমী ভবনে আধ ঘন্টা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ক্লাস নিয়েছেন মাশরাফি। দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশনা। নিউজিল্যান্ডের কন্ডিশনে যুবাদের করণীয় কি তাও টিপস দিয়েছেন মাশরাফি। এখন যুবাদের কাজ হচ্ছে মাশরাফির উপদেশ লুফে নেওয়া।