শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৫:০৪ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধু মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ইনকিলাবের হাসান সোহেল

সুশান্ত সাহা : সমাজের সুবিধা বঞ্চিত হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠির মানবাধিকার ও জীবনমানের দুর্দশার চিত্র তুলে ধরে সংবাদ পরিবেশন করায় পুরস্কার (মিডিয়া অ্যাওয়ার্ড) পেয়েছেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার মাইনুল হাসান সোহেল (হাসান সোহেল)। তিনি প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে এ পুরস্কার পান। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১৩ জন সাংবাদিককে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের ফেলোশিপ শেষে এই পুরস্কার প্রদান করা হয়। বুধবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সাংবাদিকদের বন্ধু সোস্যাল ওয়েল ফেয়ার সোসাইটি (বন্ধু) এই মিডিয়া ফেলোশিপ অ্যাওর্য়াড প্রদান করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় এবং সাংবাদিক রুমি নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, বিশেষ অতিথি ছিলেন যুগান্তরের চীফ নিউজ এডিটর আবদুর রহমান, দৈনিক ইনকিলাবের ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান সোহাগ, মাছরাঙা টিভির প্রধান বার্তা সম্পাদক আশরাফুল হক, সোস্যাল ওয়েল ফেয়ার সোসাইটির (বন্ধু) নির্বাহী পরিচালক সালেহ আহমেদ প্রমুখ।

পুরস্কার প্রাপ্ত অন্য সাংবাদিকরা হলেনÑ দৈনিক যুগান্তর’র মিজান চৌধুরী, এটিএন বাংলা’র মাহবুব কবীর চপল, এসএ টিভি’র বাদশা মিয়া, আমাদের সময়’র হাসান আল জাভেদ, এনটিভি’র আরাফাত আলী সিদ্দিক, বিটিভি’র আফরিন জাহান, বাংলাভিশন’র দীপন দেওয়ান, চ্যানেল ২৪’র ইমদাদুল হক, মাছরাঙ্গা টিভি’র ওবায়দুল কবীর, এটিএন নিউজ’র শুল্কা সরকার, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র হাসিবুর রহমান বিলু ও মোহনা টিভি’র ফারহানা হক নীলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়