শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১১:৩২ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত থাকার আহবান : কাতার বিএনপির

শাহানুজ্জামান টিটু : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জিয়া পরিবারের বিরুদ্ধে সাজানো অপপ্রচারে সরকার ও সরকারি গণমাধ্যম উঠে পড়ে লেগেছে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখার নেতারা।

মঙ্গলবার কাতারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা আরও বলেন, আগামী নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় এবং দেশে বিদেশে খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক শহীদুল হক। পরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাবেক সভাপতি আবু ছায়েদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পেয়ার মোহাম্মদ, সদস্য সচিব শরিফুল হক সাজু সহ অন্য নেতারা। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রতি মিথ্যা ও অসত্য সংবাদ বর্জন করে সত্য সংবাদ পরিবেশন করার আহ্বান জানান কাতার শাখা বিএনপির নেতারা। তারা বলেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত সত্য ও বাস্তবতা তুলে ধরে সাংবাদিকরা গণতন্ত্র ও উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এতে দেশ ও জাতি বিশেষভাবে উপকৃত হবে।

অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক মেজবাউল করিম বাবলা, সিরাজুল ইসলাম মোল্লা, আব্দুল রব তালুকদার, ফারুক হুসেন, নুরুজজামানসহ ধানসিঁড়ি বিএনপি কাতার শাখার কেন্দ্রীয় ও শাখা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সৌদি আরবে ও কাতারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিপুল পরিমাণ অর্থ পাচারের দাবি করে অবৈধ প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট দাবি করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। প্রতিদিনই সৌদিআরবে ছড়িয়ে থাকা বিএনপির কোন না কোন সংগঠণ নানান প্রতিবাদ কর্মসূচী পালন করছে। অনৈতিক ও অবৈধ ভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী সরকারের প্রধানমন্ত্রীর মিথ্যা বানোয়াট বক্তব্যর বিরুদ্ধে তারা নিন্দাও প্রতিবাদ জানিয়ে সভা করেছেন মধ্যে প্রাচ্যের বিভিন্ন দেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা সৌদিআরব,কাতার, বাহরাইন, কুয়েত, আবুধাবী, ওমান, লেবানন, জর্ডান সহ এশিয়ার নানা প্রান্তে চলছে বিক্ষোভ আর প্রতিবাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়