শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:৫৭ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তফ্রন্ট গঠনকে আমরা ইতিবাচকভাবে দেখি : আবদুল্লাহ আল নোমান

খন্দকার আলমগীর হোসাইন : পুরো জাতি গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ। এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুক্তফ্রন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। ব্যক্তিগত এবং সাংগঠনিক পর্যায়ে যেকোনো সময় যেকোনো জোট হতে পারে। বি. চৌধুরী, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না ও বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ যে যুক্তফ্রন্ট হয়েছে এটাকে আমি এবং আমার দল ইতিবাচকভাবে দেখিÑ আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।

যুক্তফ্রন্ট গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তফ্রন্ট গঠনকে আমি গণতন্ত্রের জন্য অগ্রগতি হিসেবে দেখি। তারা হয়তো বোঝেছেন এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। একা একা হয়তো পারবেন না, এই জন্য যুক্তফ্রন্ট করে থাকতে পারে। জোট একটা শক্তি। ঐক্যবদ্ধ কর্মসূচি দিলে দাবি আদায় সহজ ও গতিশীল হয়। এর কোনো নেগেটিভ দিক নেই।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, এরকম জোট গঠন শুধু বাংলাদেশেই নয়, বিভিন্ন দেশ হয়ে থাকে। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে এ ধরনের জোট গঠন হয়ে থাকে। সামনে আরও নতুন নতুন জোট আসতে পারে। নির্বাচন সামনে এলে নির্বাচনী জোট হয়, নির্বাচনী ঐক্য হয়। যদিও যুক্তফ্রন্ট কোন কোন লক্ষ্যকে সামনে রেখে জোট করেছে পরিষ্কার নয়। সামনে তাদের কর্মকা- দেখে আসলে বোঝা যাবে তারা কি করতে চায়।

সম্পাদনা: আশিক রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়