শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো নারীর

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড বাঁশপট্টি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় নুরজাহান বেগম (৬১) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি চিকিৎসার জন্য ঢাকায় ছেলের বাড়িতে এসেছিলেন। রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। 

[৩] শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার মজিদ আলী মোল্লার কান্দি গ্রামের মৃত আশরাফ আলী'র স্ত্রী নুরজাহান। 

[৪] যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, অত্র থানাধীন বাঁশ পট্টি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান। তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

[৫] তিনি আরও বলেন, নিহতের প্রথমে পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় পেয়ে পরিবারের লোকজনকে সংবাদ দেয়া হয়। 

[৬] নিহতের ছেলে চন্নু মিয়া সর্দার জানান, তার মা গ্রামের বাড়ি থাকতেন। সেখানে ব্রেইন স্টোক করেন। পরে মাকে গ্রামের বাড়ি থেকে  আমার বাসায় চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ বন্দর জন্ডিস গলিতে নিয়ে আসি। সেখানে রেখে তাকে চিকিৎসা করাচ্ছিলাম। তিনি বলেন, ব্রেইনের সমস্যা কারনে তিনি অনেকটা এব-নরমাল (অস্বাভাবিক) ছিলেন। পথ-ঘাট চিনতে পারতেন না।

[৭] গত এক দিন আগে তিনি বাসা থেকে বেড় হয়ে নিখোঁজ হয়ে যান। তাকে আর পাচ্ছিলাম না। অনেক খোজাখুজি করি, এলাকায় মাইকিং করা হয়। পরে পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে থানায় গিয়ে শনাক্ত করি।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়