মুযনিবীন নাইম: [২] রাজধানীর বিমানবন্দর গোলচত্বরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপের ধাক্কায় হুমায়ুন কবির (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইউসুফপুর গ্রামে। তিনি চট্টগ্রামের বদ্দারহাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি ছিলেন ক্যান্টিন ব্যবসায়ী।
[৩] রোববার দুপুর ১টার দিকে ওই ব্যক্তি আহত হলে বিমানবন্দর থানা পুলিশ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তখন পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সোয়া ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[৪] থানার এসআই আলামিন কাউছার অপু বলেন, আহত ব্যক্তিকে পথচারীরা প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
[৫] হুমায়ুন কবিরের আত্মীয় খোরশেদ আলম জানান, বিমানবন্দরে সে ব্যবসা দেখাশোনার জন্য ট্রেনযোগে প্রায়ই চট্টগ্রাম থেকে ঢাকায় আসতেন। সম্পাদনা: তারিক আল বান্না
এমএন/টিএবি/এআরএস