শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৬:৩১ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৩, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশিক্ষণার্থীর গাড়ির চাপায় প্রশিক্ষক নিহত!

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীর গাড়ির ধাক্কায় গোলাম রসুল (৫২) নামের এক প্রশিক্ষক নিহত হয়েছে। নিহত গোলাম রসুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর গ্রামের আলাউদ্দীন মন্ডলের ছেলে।

সোমবার বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি’র ভেতরে প্রশিক্ষণ চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ও নিহতের স্বজনরা জানান, সোমবার বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি’র ভেতরে গাড়ি চালানো প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করছিলেন প্রশিক্ষক গোলাম রসুল।

এ সময় গাড়ির চালকের আসনে থাকা এক প্রশিক্ষণার্থী নিয়ন্ত্রণ হারিয়ে গোলাম রসুলকে চাপা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত গোলাম রসুলের মরদেহ জেলা হাসপাতাল মর্গে রাখা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি সাজ্জাদ। সম্পাদনা: নাহিদ হাসান

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়