শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ১১:৩৫ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত, আহত ১

মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত খবর পাওয়া গেছে। আহত এক

নিহতের নাম আহসান হোসাইন  (২১) সে নবারুন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। 

আহত হচ্ছেন, রাগিব আখইয়ার ফাতিন  (২২) নামে আরেক শিক্ষার্থী। সে নটরডেম কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়ে দূর্ঘটনার শিকার হন। 
পরে ফায়ার সার্ভিসের কর্মিরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪২ মিনিটে আহসান কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা তার বন্ধু মো: ফাতিন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

মৃত আহসান কদমতলী থানার পূর্ব জুরাইন কুসুমবাগ এলাকার মো: হোসেন, ও (মা) রোকসানা পারভিন এর ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল সবার বড়।

আহত ফাতিন এর বাসা একই এলাকার  জুরাইন খন্দকার রোডে, তার বাবার নাম গোলাম জান্নাতুল বাকী। 

সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুল আলম। তিনি বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ খেয়ে পড়ে ডিভাইডারের সাথে লেগে আহত হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে, সেখানে আহসান নামে  একজনের মৃত্যু হয়। আরেক জন চিকিৎসাধীন রয়েছেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে আহত ফাতিন চিকিৎসাধীন রয়েছে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়