মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত খবর পাওয়া গেছে। আহত এক
নিহতের নাম আহসান হোসাইন (২১) সে নবারুন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
আহত হচ্ছেন, রাগিব আখইয়ার ফাতিন (২২) নামে আরেক শিক্ষার্থী। সে নটরডেম কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়ে দূর্ঘটনার শিকার হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মিরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪২ মিনিটে আহসান কে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা তার বন্ধু মো: ফাতিন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মৃত আহসান কদমতলী থানার পূর্ব জুরাইন কুসুমবাগ এলাকার মো: হোসেন, ও (মা) রোকসানা পারভিন এর ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল সবার বড়।
আহত ফাতিন এর বাসা একই এলাকার জুরাইন খন্দকার রোডে, তার বাবার নাম গোলাম জান্নাতুল বাকী।
সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুল আলম। তিনি বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ খেয়ে পড়ে ডিভাইডারের সাথে লেগে আহত হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে, সেখানে আহসান নামে একজনের মৃত্যু হয়। আরেক জন চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে আহত ফাতিন চিকিৎসাধীন রয়েছে।
প্রতিনিধি/এসএ