শিরোনাম

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৩, ০১:২৪ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২৩, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বনানীতে অ্যাম্বুলেন্সে আগুন

অনলাইন ডেস্ক: রাজধানীর বনানীতে অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গাড়িটি নরসিংদীর সদর হাসপাতাল থেকে রোগী নিয়ে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে এসেছিল। সেখানে রোগী নামিয়ে নরসিংদী ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্সের চালক কাউছার বলেন, ‘ইঞ্জিনে হঠাৎ শব্দ হয়। তখন তিনি ইঞ্জিন বন্ধ করে গাড়ি থেকে নেমে দেখতে পান ইঞ্জিন থেকে ধোয়া বের হয়েছে। সেটা দেখতে গেলে মুহূর্তের মধ্যে আগুন লেগে ছড়িয়ে পড়ে গাড়িতে।’

ওই এলাকায় কর্তব্যরত এক পুলিশ সার্জেন্ট বলেন, ‘বিকট শব্দ শুনে গাড়িটির সামনে আসতেই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে  কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, শনিবার সন্ধ্যা ৬টা ৩মিনিটে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় ৬টা ৩৪মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়িটির ইঞ্জিন ওভার হিটের কারণে আগুনের ঘটনা ঘটে। তবে গাড়িতে কোন যাত্রী না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়