শিরোনাম
◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু, আহত ৩

দুর্ঘটনা কবলিত ইজিবাইক

সাবরীন জেরীন, মাদারীপুর: মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে গিয়ে ইয়ার হোসেন খান (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় ইজিবাইকে থাকা আরো ৩ যাত্রী আহত হয়েছেন। নিহত সদর উপজেলার ঝিকড়হাটি ইউনিয়নের ইলিয়াস খানের ছেলে।

শনিবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে তিনজন যাত্রী নিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে তাতিবাড়ি এলাকায় যাচ্ছিলেন ইজিবাইক চালক ইয়ার হোসেন। এসময় তিনি ঢাকা-বরিশাল মহাসড়কের বড় মেহের এলাকায় আসলে পেছন দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাস তাদের ইজিবাইকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ইজিবাইকটি উল্টে পাশের খাদে পড়ে গিয়ে ইয়ার হোসেন ও তিন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। 

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফয়েজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। এরমধ্যে ইয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হাসপাতালের নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।

মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা রসুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসের ধাক্কায় ইজিবাইকটি পুরোপুরি দুমড়েমুচড়ে গিয়েছে। ঘটনায় ইজিবাইক চালকের মৃত্যু খবর পেয়েছি। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়