শিরোনাম
◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০২:৪৪ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মগবাজারে ড্রাম বিস্ফোরণ, ৪ পথচারী আহত

ঘটনাস্থল

মোস্তাফিজুর রহমান: রাজধানীর মগবাজারে পরিত্যক্ত প্লাস্টিক ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ পথচারী আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মগবাজার ওয়ারলেস গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত চার পথচারী হলেন- সাইফুল ইসলাম (৩৫), তারেফ (২০), শাহিন (৩০) ও আবুল কালাম (২৫)। 

সাইফুল ইসলামের সহকর্মী সালাউদ্দিন জানান, সকালের দিকে রিকশায় কর্মস্থলে যাওয়ার পথে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় যাওয়া মাত্র হঠাৎ পরিত্যক্ত ড্রাম বিস্ফোরণে সাইফুল আহত হন। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাইফুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। বর্তমানে সবুজবাগ বাসাবোয় থাকতেন। বাকিরা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর কর্মী। 

রমনা বিভাগের উপ-কমিশনার কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিক ড্রাম বিস্ফোরণ হয়। এ ঘটনায় চার পথচারী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড্রামে ককটেল ছিল কি-না জানতে চাইলে ডিসি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। সিসিটিভি ফুটেজ ও পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তীতে বলা যাবে ড্রামে কী ছিল।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আজ সকাল ৯টা ৫০ মিনিটে মগবাজার ওয়ারলেস মোড়ে বিস্ফোরণের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজন জরুরি বিভাগে চিকিৎসাধীন। সম্পাদনা : জেরিন আহমেদ

এমআর/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়