শিরোনাম
◈ 'মাকে লোকে ভয় দেখিয়েছিল, মেয়ে এই কাজ করলে বিয়ে হবে না' ◈ যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা ◈ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই ◈ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও) ◈ এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ◈ ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ◈ ওবায়দুল কাদের কোনঠাসা, শেখ হা‌সিনার কা‌ছে গুরুত্ব পা‌চ্ছেন যে তিন নেতা‌!

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ০৯:৪০ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা

প্রতিদিনকার মতো আজ সোমবার (২১ জুলাই) দুপুরেও স্কুল ছুটির পর বোনকে আনতে গিয়েছিলেন বড় ভাই তাহমিন হাসান রোহান। সেখানে গিয়ে তিনি খুঁজে পান বোনের দগ্ধ শরীর।

রোহান বলছিলেন, ‘গিয়ে দেখি, স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে। অনেকক্ষণ খোঁজার পর বোনকে পাই। দেখি, বোনের পুরো শরীর পুড়ে গেছে।’

রোহানের বোন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী নুরে জান্নাত ইউশা বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন সে।

বার্ন ইনস্টিটিউটের তৃতীয় তলার করিডরে বসে হাউমাউ করে কাঁদছিলেন ইউশার মা ইয়াসমিন আক্তার। বলছিলেন, ‘আমার মেয়ের সব পুড়ে গেছে। মাথা ফেটে গেছে। মেয়ে শুধু বলে, ‘‘মা আমার সব জ্বলে’’। এত কষ্ট হইতেছে ওর। আমি আর সহ্য করতে পারতেছি না। তোমরা কেউ ওর জ্বলা বন্ধ করো।’

ইউশার মা ও ভাই জানান, দগ্ধ অবস্থায় তাকে উত্তরার লুবনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ইউশা।

বার্ন ইনস্টিটিউটের করিডরে বসে ভাগনির পোড়া স্কুলড্রেস হাতে নিয়ে কাঁদছিলেন ফাহাদ নিয়ন। তিনি জানান, তাঁর ভাগনি মাইলস্টোনের চতুর্থ শ্রেণির ছাত্রী মেহরিন। সারা দিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত ছোট মেয়েটি।

ফাহাদ বলছিলেন, ‘ও খুব ছোট। ওর মুখ, হাত সব পুড়ে গেছে।’

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ৬০ জনের বেশি আহত ব্যক্তিদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়